ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস ফাইনালে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২২, ১০ মে ২০১৭ | আপডেট: ১০:০৪, ১০ মে ২০১৭

চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে মোনাকোকে ২-১ গোলে উড়িয়ে ফাইনালে উঠলো ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস।
ইতালির তুরিনে অনুষ্ঠিত ম্যাচে তীব্র প্রতিদ্বন্দ্বীতাপূর্ন খেলায় দুই লেগ মিলিয়ে ৪-১ গোলের জয়ে ফাইনালের টিকেট নিশ্চিত করলো দুইবারের সাবেক ইউরোপ সেরা এই ক্লাব। শুরুতে স্বাগতিকদের চেপে ধরে ছিল ফ্রেঞ্চরা। তবে, গোল আদায় করতে পারেনি। উল্টো ৩৩ মিনিটে আলভেসের ক্রস থেকে বল পেয়ে গোল করে জুভেন্টাসকে এগিয়ে নেন মানজুকিক। আর ৪৫ মিনিটে গোলরক্ষকের ফিস্ট থেকে বল পেয়ে ব্যবধান বাড়ান দানি আলভেস। ৬৯ মিনিটে কিলিয়ান বাপ্পের গোলে ব্যবধান কমায় মোনাকো। শেষ দিকে গোলের আপ্রাণ চেষ্টা চালায় ফ্রেঞ্চ ক্লাব। ফাইনালে রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদের মধ্যে বিজয়ী দলের মুখোমুখি হবে জুভেন্টাস।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি