ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

ইতিবাচক ধারায় পণ্য রফতানি আয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২৯, ৯ নভেম্বর ২০১৭

অক্টোবরে আবার ইতিবাচক ধারায় ফিরেছে দেশের পণ্য রফতানি আয়। গত মাসে বাংলাদেশ পণ্য রফতানি করে ২৮৪ কোটি ৩০ লাখ ডলার আয় করেছে। যা তার আগের বছরের একই মাসের চেয়ে ৬ দশমিক ৪২ শতাংশ বেশি এবং লক্ষ্যমাত্রার চেয়ে ৬ দশমিক ২৮ শতাংশ বেশি।

আর গত সেপ্টেম্বর মাসে রফতানি আয় গত বছরের একই সময়ের চেয়ে ১০ শতাংশ কমেছিল এবং লক্ষ্যমাত্রার চেয়ে কমেছিল ২৮ শতাংশ। রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে এ তথ্য জানা গেছে।

ইপিবির হালনাগাদ প্রতিবেদনে দেখা যায়, চলতি ২০১৭-১৮ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) বিভিন্ন পণ্য রফতানি করে বাংলাদেশ এক হাজার ১৫০ কোটি ৫৮ লাখ (১১.৫০ বিলিয়ন) ডলার আয় করেছে।

রফতানির এই পরিমাণ গত বছরের একই সময়ের চেয়ে ৭ দশমিক শূন্য ৩ শতাংশ বেশি। তবে এটি লক্ষ্যমাত্রার চেয়ে শূন্য দশমিক দশমিক ৭৪ শতাংশ কম। গত ২০১৬-১৭ অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে একহাজার ৭৫ কোটি ডলারের পণ্য রফতানি হয়েছিল।

চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রফতানি আয়ে প্রবৃদ্ধি হয় ২৯ শতাংশ। আগস্ট মাসে রফতানি বাড়ে ১০ দশমিক ৭১ শতাংশ। এই দুই মাসে (জুলাই-আগস্ট) রফতানি খাতে প্রবৃদ্ধি হয় প্রায় ১৪ শতাংশ। যা লক্ষ্যমাত্রার চেয়ে আয় বেড়েছিল ৮ শতাংশের মতো। গত সেপ্টেম্বর শেষে সেই প্রবৃদ্ধি ৭ শতাংশে নেমে আসে।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি