ঢাকা, রবিবার   ২৬ জানুয়ারি ২০২৫

ইনজুরির কারণে ছিটকে গেছেন বিশ্বকাপজয়ী লরিস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২৯, ১৩ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ০৮:৫৮, ১৪ সেপ্টেম্বর ২০১৮

ইনজুরির কারণে কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে যেতে হচ্ছে বিশ্বকাপজয়ী গোলকিপার হুগো লরিসকে। এর আগে মদ্যপান করে ড্রাইভিংয়ের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।

৩১ বছর বয়সী টটেনহাম ও ফ্রান্সের গোলকিপার গত ২ সেপ্টেম্বর লিগের খেলায় অনুপস্থিত ছিলেন। শুধু তাই নয়, জাতীয় দলের পরবর্তী দুই ম্যাচেও তাকে গোলপোস্টের নিচে দাঁড়াতে দেখা যায়নি।

গত বুধবারই তাকে ৫০ হাজার ইউরো জরিমানা করা হয়। একইসঙ্গে তাকে ২০ মাসের জন্য ড্রাইভিং নিষিদ্ধ করে ফুটবল ফেডারেশন। এরপরই নিজের দোষ স্বীকার করেন লরিস।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি