ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইনভেস্টমেন্ট করপোরেশন নেবে ৪৯ কর্মী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৯, ২৮ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

জনবল নিয়োগ দেবে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ। প্রতিষ্ঠানটি বিভিন্ন পদে মোট ৪৯ কর্মী নিয়োগ দেবে। আগ্রহ আর যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন ইনভেস্টমেন্ট করপোরেশনে।


যেসব পদে নিয়োগ
কম্পিউটার অপারেটর পদে ২ জন, ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর পদে ৩৩ জন, ক্যাশিয়ার পদে ৭ জন, ড্রাইভার পদে ৩ জন এবং অফিস সহায়ক পদে ৪ জন নিয়োগ পাবেন।


যোগ্যতা
কম্পিউটার অপারেটর ও ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর : এইচএসসি পাস হলেই এ পদগুলোতে আবেদন করা যাবে। তবে কম্পিউটার অপারেটর পদের জন্য ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর পদে এক বছরের কাজের অভিজ্ঞতা এবং ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর পদের জন্য কম্পিউটার টাইপিংয়ে ইংরেজিতে ৪০ ও বাংলায় ৩০ শব্দের গতিসহ এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।


ক্যাশিয়ার : এ পদেও এইচএসসি পাস হলে আবেদন করা যাবে।
ড্রাইভার : জেএসসি পাসসহ হালকা বা ভারী মোটরগাড়ি চালনার লাইসেন্স ও গাড়ি চালনায় অভিজ্ঞতা থাকলে পদটিতে আবেদন করা যাবে।
অফিস সহায়ক : এ পদে এসএসসি পাস হলে আবেদন করা যাবে। শুধু মুক্তিযোদ্ধা কোটার প্রার্থীরাই আবেদন করতে পারবেন পদটিতে।

বয়সসীমা
১ সেপ্টেম্বর ২০১৭ তারিখের হিসেবে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হওয়া চাই। তবে মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

বেতন-ভাতা
নিয়োগপ্রাপ্তরা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুসারে বেতন পাবেন। এ ক্ষেত্রে কম্পিউটার অপারেটর পদে ১০,২০০-২৪,৬৮০ টাকা স্কেলে; ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর, ক্যাশিয়ার ও ড্রাইভার পদে ৯,৩০০-২২,৪৯০ টাকা স্কেলে এবং অফিস সহায়ক পদে ৮,২৫০-২০,১০০ টাকা স্কেলে বেতন পাবেন। এ ছাড়া থাকবে অন্যান্য সুযোগ-সুবিধা।


আবেদন বিস্তারিত
ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের  www.icb.gov.bd/career
ৎ -এ ওয়েবলিংকের মাধ্যমে আবেদন করা যাবে।
/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি