ইনস্টাগ্রামে কেনাকাটার সুবিধা আসছে
প্রকাশিত : ১৩:৫১, ৫ মে ২০১৮
ছবি শেয়ারিংয়ের জন্য জনপ্রিয় অ্যাপ হলো ইনস্টাগ্রাম। এবার এই অ্যাপসে সরাসরি কেনাকাটা করা যাবে। এই অ্যাপ বিজ্ঞাপন দেওয়া পণ্যগুলো সিলেক্ট করে সরাসরি পণ্য কিনে মূল্য পরিশোধ করা যাবে। এমনটা জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সংবাদ মাধ্যম দ্য ভার্জ।
ওই প্রতিবেদনটির মাধ্যমে জানানো হয়, ইনস্টাগ্রাম পরীক্ষামূলকভাবে ফিচারটি চালু করেছে। তাই এখন শুধু নির্দিষ্ট কিছু ব্যবহারকারী এই সুবিধা উপভোগ করতে পারবে। এর মাধ্যমে ব্যবহারকারী তার ডেভিড বা ক্রেডিট কার্ডটি যুক্ত করতে পারবে। আর বিশেষ সিকিউরিটি দিতে একটি পিন নম্বর যুক্ত করতে পারবে। ফলে কোনো তথ্য চুরি বা ব্যবহারকারীর অগোচরে অন্য কেউ কেনাকাটা করতে পারবে না।
প্রাথমিক এই সেটাপের পর থেকেই যে কেউ কেনাকাটা করতে পারবেন অ্যাপ থেকেই। বর্তমানে অনেকেই স্পা বা রেস্টুরেন্ট বা হোটেল বুকিং দিতে ভিন্ন ভিন্ন অ্যাপ ব্যবহার করেন। এসব ঝামেলা থেকে খুব সহজেই রেহাই পাবেন গ্রাহকরা এখন থেকে বলে জানা যায়। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এখন যদিও খুব সীমিত সংখ্যক ব্যবসায় পরিসেবা বুকিং দিতে পারবে। পরবর্তীকালে এই সেবা বৃদ্ধি করা হবে।
ইনস্টাগ্রাম অ্যাপের সেটিংস অপশনের নিচে এই লেনদেন ফিচার দেখা যাচ্ছে। এই অ্যাপেই কোনো খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানের অনলাইন সাইট থেকে এতদিন পণ্য কেনার সুযোগ ছিল। তবে সে ক্ষেত্রে একটি আলাদা পপ-আউট পেজ খুলে প্রচলিত অনলাইন চেকআউট প্রক্রিয়া অনুসরণ করতে হতো। এখন ব্যবহারকারীরা বাড়তি এই ধাপগুলো এড়িয়ে যেতে পারবেন। একই সঙ্গে ইনস্টাগ্রাম পোস্ট থেকে সরাসরি পণ্য কিনতে পারবেন।
ছবি শেয়ারিং প্ল্যাটফর্মটিতে ব্যবসায় আর বিজ্ঞাপনদাতাদের সমর্থনে এটি ইনস্টাগ্রামের নতুন একটি পদক্ষেপ। বর্তমানে এই ফিচার শুধু বাছাইকৃত কিছু অংশীদার প্রতিষ্ঠানই পাচ্ছে।
এসএইচ/
আরও পড়ুন