ঢাকা, বুধবার   ১২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ইনস্টাগ্রামে ঝড় তুলেছে ক্যাটরিনা-দিশা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৮, ২৯ মে ২০১৮

Ekushey Television Ltd.

ক্যাটরিনা কাইফ ও দিশা পাটানি। বলিউডের আবেদনময়ী দুই নায়িকা। দু’জনেই ফিটনেস ও সৌন্দর্যে ভক্ত-দর্শকদের আইডল। নতুন খবর হচ্ছে- ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে ঝড় তুলেছেন দুই অভিনেত্রী। এর আগে এমন রূপে দেখা যায়নি তাদের।

আইপিএলের সমাপনী অনুষ্ঠানে নেচেছেন ক্যাটরিনা। রিপড জিন্স ও হলুদ ক্রপ টপে ওয়াংখেড়ে স্টেডিয়ামে উষ্ণতা ছড়িয়েছেন এই আবেদনময়ী। কিন্তু এদিন সব থেকে বেশি নজর কেড়েছে ক্যাটরিনার অ্যাবস। ইনস্টাগ্রামে সেই ছবি পোস্টও করেছেন তিনি। প্রায়ই ক্যাটরিনা ইনস্টাগ্রামে ওয়ার্কআউট ভিডিও পোস্ট করেন।

আর ক্যাটের সঙ্গে সঙ্গে ইনস্টাগ্রামে আগুন ধরিয়ে দিয়েছেন আরেক সুন্দরী দিশা পাটানি। ‘বাগি-২’ সিনেমার সাফল্যের পর জনপ্রিয়তার শীর্ষে আছেন এই অভিনেত্রী।
এসবের মধ্যেই কালো মোনোকিনিতে নিজের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে উষ্ণতা ছড়িয়েছেন দিশা। ওই পোশাকে তার আওয়ার গ্লাস ফিগার দেখে মুগ্ধ ভক্ত-দর্শকরাও।
সূত্র : জি নিউজ

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি