ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

ইনানী থেকে ১৬ রোহিঙ্গার লাশ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪২, ২৮ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১৬:১৬, ২৯ সেপ্টেম্বর ২০১৭

কক্সবাজারের ইনানী সৈকতে রোহিঙ্গাবোঝাই একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে এ পর্যন্ত শিশু ও নারীসহ ১৬ রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে ইনানী সৈকতের পাটুয়ারটেক নামক স্থানে এ ঘটনা ঘটে। ইনানী পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা উপ-পরিদর্শক (এসআই) স্থালিন বড়ুয়া এসব তথ্য জানিয়েছেন।

স্থালিন বড়ুয়া বলেন, বিকাল সাড়ে ৫টার দিকে পাটুয়ারটেকে নৌকাডুবির এ ঘটনা ঘটে। এতে এ পর্যন্ত শিশু ও নারীসহ ১৬ জন রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

তিনি আরও বলেন, আমার আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়বে। সাগর উত্তাল থাকায় অতিরিক্ত যাত্রী বহন করার কারণে রোহিঙ্গাবোঝাই ওই নৌকা ডুবে যায়।

আরকে/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি