ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

ইন্টারনেট সেবায় কর বৃদ্ধির সিদ্ধান্ত ‘হঠকারী’: মানববন্ধনে বক্তারা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২০, ১২ জানুয়ারি ২০২৫ | আপডেট: ১২:২১, ১২ জানুয়ারি ২০২৫

টেলিযোগাযোগ ও ব্রডব্যান্ড ইন্টারনেটের উপর সম্পূরক কর আরোপের প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা বলেন, ইন্টারনেট সেবায় কর বৃদ্ধির সিদ্ধান্ত 'হঠকারী'।

রোববার সকাল ১১টার দিকে রাজধানীর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশনের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি শুরু হয়।

ইন্টারনেট সেবায় কর বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা। এছাড়া তারা টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবায় কর বৃদ্ধির সিদ্ধান্ত 'হঠকারী' উল্লেখ করে প্রত্যাহারের দাবি জানান।

সরকারকে সঠিক সিদ্ধান্তে ফিরে আসার জন্য আহ্বান জানিয়ে তারা বলেন, মাথা ঠাণ্ডা করে সিদ্ধান্ত নেন। এই সেক্টরের কর্মকর্তাদের নিয়ে বসেন। সুন্দরভাবে এই কর কাঠামোকে ঠিক করেন। 

গত বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে প্রায় ১০০টি পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) ও সম্পূরক শুল্ক বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। এতে মোবাইল ফোনের ব্যবহারের ওপর সম্পূরক শুল্ক ২০ শতাংশ থেকে বাড়িয়ে ২৩ শতাংশ করা হয়েছে। 

এর ফলে এখন থেকে মোবাইল ফোন ব্যবহারের খরচে সম্পূরক শুল্ক, ভ্যাট ও সারচার্জ ৩৯ শতাংশের পরিবর্তে ৪২ দশমিক ৪৫ শতাংশের বেশি দিতে হবে। অন্যদিকে, ব্রডব্যান্ড ইন্টারনেটের ওপর ১০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করায় ইন্টারনেট বিলও বাড়বে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি