ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

ইন্দোনেশিয়াকে রুখে দিলো বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৮, ২ জুন ২০২২

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ইন্দোনেশিয়ার সাথে গোলশূণ্য ড্র করেছে বাংলাদেশ। স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে ৩৭ বছর পর ড্র করে বেশ সন্তুষ্ট বাংলাদেশ।

ইন্দোনেশিয়ার বান্দুংয়ে চোট জর্জরিত দল নিয়ে মাঠে নামে বাংলাদেশ। ম্যাচের শুরু থেকেই রক্ষণ ঠিক রেখে আক্রমণে যায় বাংলাদেশ। দুই দলই কয়েকটি সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি। 

স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে ৩৭ বছর পর ড্র করলো বাংলাদেশ। 

ম্যাচ শেষে অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, ‘কাউন্টার অ্যাটাকে আমরা গোল করতে পারিনি সত্য। আমরা কোনো গোলও হজম করিনি। এই এক পয়েন্ট আমাদের এশিয়া কাপের বাছাইয়ে ভালো খেলতে সাহায্য করবে।’

ইন্দোনেশিয়ার সাথে ৬ ম্যাচ খেলে ৪টি হার ও একটি ড্র’য়ের বিপরীতে ১টি জয় আছে লাল-সবুজ জার্সিধারীদের। 

এর আগে ২০০৮ সালে ইন্দোনেশিয়ার বিপক্ষে সবশেষ ম্যাচ খেলেছিল বাংলাদেশ।

বাংলাদেশ দল আগামীকাল দুপুরে ইন্দোনেশিয়া ছাড়বে। বিকালের মধ্যে মালয়েশিয়ায় পৌঁছাবে তারা। ৮-১৪ জুন বাহরাইন, তুর্কমেনিস্তান ও মালয়েশিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি