ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫

ইন্দোনেশিয়ায় তেলকূপে অগ্নিকাণ্ড, ১০ জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৪, ২৫ এপ্রিল ২০১৮

ইন্দোনেশিয়ার একটি তেলকূপে অগ্নিকাণ্ডে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪০ জন।

ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, পূর্ব আচেহ জেলায় আড়াইশ মিটার গভীর একটি কূপ থেকে তেল উপচে পড়ার পর স্থানীয় বাসিন্দারা তেল সংগ্রহ করতে জড়ো হয়েছিল, তখনই আগুনের সূত্রপাত হয়। তেল কূপটি অবৈধভাবে খনন করা হয়ে থাকতে পারে এবং কেউ একজন সিগারেট খাওয়ার সময় আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে মন্তব্য করেছেন পূর্ব আচেহর পুলিশ প্রধান ওয়াহিউ কুনকোরো।

এদিকে, আচেহর প্রদেশের এক কর্মকর্তা বলেন, এ পর্যন্ত ১০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তেলকূপে এখনো আগুন জ্বলছে। পুরোপুরিভাবে আগুন নেভানো যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রাদেশিক রাজধানী বান্দা আচেহর হাসপাতালে বহু আহতকে ভর্তি করা হয়েছে।

এক প্রতিবেদনে নিউ স্ট্রেইটস টাইমস জানিয়েছে, স্থানীয় সময় বুধবার রাত ১টা ৩০ মিনিটের দিকে চুইয়ে পড়া তেলের ধারা থেকে বড় ধরনের একটি আগুনের সূত্রপাত হয়, এতে একটি আবাসিক এলাকার অন্তত তিনটি বাড়ি ভস্মীভূত হয়।

সূত্র: এএফপি
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি