ঢাকা, শনিবার   ০৯ নভেম্বর ২০২৪

ইপসা`র উদ্যোগে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসে আলোচনা সভা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৩, ১৩ জুন ২০২৪

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইপসা'র ফ্রি কিডস্ প্রজেক্ট। 

গতকাল ১২ জুন সন্ধ্যায় কক্সবাজার সদর উপজেলার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রকল্পের আওতাধীন বিভিন্ন শিশু ও প্রকল্পের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান শিশুদের উদ্দেশে বলেন, ‘‘জীবনকে সুন্দর ভাবে উপভোগ করার জন্য তিনটা বিষয় মেনে চলতে হবে। এক, প্রচুর পড়াশোনা করতে হবে৷ পড়াশোনার মতো করে পড়াশোনা করতে হবে। তাহলে জীবন তোমাকে অনেক দূরে নিয়ে যাবে৷ দুই, অন্যের ক্ষতি করা যাবে না৷ যারা অন্যের ক্ষতি করে তাদের জীবন কখনো সুন্দর হয় না। তিন, অন্যায় করা যাবে না। যে অন্যায় করে তার জীবন কখনো সুন্দর হয় না।’’ 

প্রধান অতিথি সভার শুরুতে শিশুদের সাথে কথা বলেন। প্রত্যেকের নাম, পরিচয় জিজ্ঞেস করেন, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে জানতে চান। 

পরে তিনি শিশুদের নিয়ে শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে প্রকল্পের পক্ষ থেকে প্রকাশিত পোস্টার উন্মোচন করেন।

উল্লেখ্য, ইপসা দীর্ঘদিন ধরে শিশুশ্রম নিরসনে কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় বর্তমানে ইপসা ফ্রি কিডস্ প্রজেক্ট চট্টগ্রাম ও কক্সবাজারে শিশুশ্রম নিরসনে কাজ করছে।

/আআ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি