ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আন্দোলনে শিক্ষকরা
প্রকাশিত : ১৬:৪৬, ২৮ ডিসেম্বর ২০১৭
সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আন্দোলনে নেমেছে শিক্ষকরা। বৃহস্পতিবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে প্রথমে বিক্ষোভ মিছিল ও পরে অবস্থান কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ সংযুক্ত ইবতেদায়ী শিক্ষক সমিতি ফাউন্ডেশনের ব্যানারে এ কর্মসূচি চলে দুপুর ২টা পর্যন্ত।
অবস্থান কর্মসূচিতে সভাপতির বক্তব্যে আব্দুল ওহাব বলেন, সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসা এবং সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ও শিক্ষার্থীরা মর্যাদার দিক থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সমপর্যায়ভুক্ত। তাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসা জাতীয় করণের জোর দাবি জানাচ্ছি।
বাংলাদেশ সংযুক্ত ইবতেদায়ী শিক্ষক সমিতি ফাউন্ডেশনের মহাসচিব নূরুল হক বলেন, আমরা সাত দফা দাবি নিয়ে এখানে অবস্থান নিয়েছি।আমরা ইবতেদায়ী মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে বিদ্যমান বৈষম্য দূর করার দাবি জানাচ্ছি। আমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সমান বেতন স্কেল, উপবৃত্তি, আলাদা ভবন, শিক্ষকদের সি, ইন, এড প্রশিক্ষণ, শিক্ষকদের উচ্চ পদে নিয়োগের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।
অবস্থান কর্মসূচিতে অন্যান্যের মধ্যে ফেডারেশনে কেন্দ্রীয় সদস্য হাবিবুর রহমান, আব্দুল মান্নান, আলতাফ হোসেন, হুমায়ুন কবির প্রমুখ বক্তব্য রাখেন।
আরকে//এসএইচ
আরও পড়ুন