ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

ইবিতে গুজব বিরোধী র‌্যালি ও সমাবেশ

ইবি সংবাদদাতা

প্রকাশিত : ২০:৫১, ২৯ জুলাই ২০১৯

ইসলামী বিশ্ববিদ্যালয়ে গুজবের বিরুদ্ধে সচেতনতামূলক সমাবেশ ও র‌্যালী অনুষ্ঠিত।সোমবার(২৯ জুলাই) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে ‘ল অ্যাওয়ারনেস এন্ড ভ্যালুস ডেভেলপমেন্ট সেন্টারে’র আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

‘গুজবকে না বলুন, গুজব রটনাকারীদের আইনের হাতে তুলে দিন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক আইন অনুষদের ডিন অধ্যাপক ড. রেবা মন্ডলের সভাপতিত্বে সমাবেশটি অনুষ্ঠিত হয়।
 
সমাবেশে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী বলেন,  দেশের তরুণ প্রজন্মের বন্ধুদেরকে আহবান জানাই, যেকোন প্রকার মিথ্যা ভ্রান্ত গুজবে কান না দিতে। গুজবের বিধ্বংসী প্রভাবে সহিংসতা যেন না হতে পারে সেজন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে দূর্ভেদ্য বলয় গড়ে তুলতে হবে।’

সংগঠটির সভাপতি মমিনুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান ও ট্রেজারার অধ্যাপক ড. সেলিম তোহা।

সমাবেশ শেষে প্রসাশন ভবনের সামনে থেকে সচেতনতামূলক প্রচারণা ও র‌্যালি শুরু হয়।পরে প্রধান ফটক সংলগ্ন ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যূরালের সামনে গিয়ে র‌্যালিটি শেষ হয়। 

র‌্যালিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।এসময় শিক্ষার্থীদের মাঝে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের গণমাধ্যমে প্রকাশিত গুজব বিরোধী একটি লেখার কপি বিতরণ করা হয়। 

আই/কেআই


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি