ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইবি’র সানজিদাসহ পাঁচ ছাত্রীকে সাময়িক বহিষ্কার

ইবি প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৪০, ৪ মার্চ ২০২৩

Ekushey Television Ltd.

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলে নবীন ছাত্রীকে রাতভর নির্যাতনের ও বিবস্ত্র করে ভিডিও ধারণের ঘটনায় অভিযুক্ত ইবি শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরা’সহ পাঁচ জনকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

এছাড়া আগামী সাত কার্যদিবসের মধ্যে নোটিশের জবাব দিতে হবে। তাদের জবাব সন্তোষজনক না হলে তাদের চূড়ান্ত বহিষ্কার করা হবে।

শনিবার (৪ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাত হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের সভাপতিত্বে উপাচার্যের দফতরে দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ইবি শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরা’সহ পাঁচ জনকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সাময়িক বহিষ্কার হওয়া শিক্ষার্থীরা হলেন- ইবির শিক্ষার্থী সানজিদা চৌধুরী অন্তরা, হালিমা আক্তার উর্মি, ইসরাত জাহান মিম, তাবাসসুম ইসলাম ও মুয়াবিয়া জাহান। এছাড়া ছাত্রলীগ থেকেও তাদের বহিষ্কার করা হয়।

শৃঙ্খলা কমিটির সভা শেষে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, এই বিষয়ে বিস্তারিত সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা প্রায় দুই ঘন্টা মিটিংয়ে ছিলাম। আমরা সব মিলিয়ে বিশেষ করে হাইকোর্টের যে নিকর্দেশনা গুলো ছিলো সব মিলিয়ে আমাদের চূড়ান্ত সিদ্ধান্তের একটি প্রতিবেদন করেছি। প্রক্টর মহোদয় এবং আইন প্রশাসক এই বিষয়ে অবগত করবেন।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, আজকের সভায় দুইটি বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। প্রথমত মহামান্য হাইকোর্ট যে নির্দেশনা প্রদান করেছেন বিশ্ববিদ্যালয় তা অনতিবিলম্বে কার্যকর ও বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি যে প্রতিবেদন দেয় তা কর্তৃপক্ষ গ্রহণ করা। অভিযুক্ত ৫জন শিক্ষার্থীক এদের বিরুদ্ধে অনতিবিলম্বে প্রসেডিং শুরু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে কেনো চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করা হবে না এই মর্মে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হবে ও সাত কার্যদিবসের মধ্যে তাদের লিখিত জবাব দিতে হবে। তাদের কাছ থেকে জবাব প্রাপ্তির পর পরবর্তী ছাত্র শৃঙ্খলা কমিটির সভায় উপস্থাপন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি