ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

ইবির ‘সি’ ইউনিটে পাশের হার ১১ শতাংশ

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত : ২০:২০, ১৬ নভেম্বর ২০১৯

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ফল প্রকাশ হয়েছে। এতে পাশের হার শতকরা ১১ শতাংশ।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন-উর-রশিদ আসকারীর কাছে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল হস্তান্তর করেন ‘সি’ ইউনিটের সমন্বয়কারী অধ্যাপক ড. জাকারিয়া রহমান।

‘সি’ ইউনিটের সমন্বয়কারী অধ্যাপক ড. জাকারিয়া রহমান জানান, ‘সি’ ইউনিটে এ বছর ৪৫০টি আসনের বিপরীতে ৮ হাজার ৯৩০ জন শিক্ষার্থী আবেদন করেন। পরীক্ষায় অংশ গ্রহণ করেন ৭ হাজার ৭২৬ জন। এর মধ্যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৮৩৬ জন শিক্ষর্থী। 

ভর্তি পরীক্ষার ফলাফল মুঠোফোনে শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে। এছাড়াও পরীক্ষার ফলাফল ও পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

ফলাফল হস্তান্তরকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্রউপদেষ্টা ড. পরেশ চন্দ্র বর্ম্মন, অধ্যাপক ড. কাজী আখতার হোসেন ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস.এম আব্দুল লতিফ প্রমুখ উপস্থিত ছিলেন।
  
কেআই/আরকে
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি