ঢাকা, বৃহস্পতিবার   ২৭ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

ইব্রাহিমের রেকর্ড শতকে ইংল্যান্ডকে বড় লক্ষ্য আফগানদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫ | আপডেট: ১৯:৩৩, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

মাত্র চারদিন আগে আইসিসি চ্যম্পিয়ন্স ট্রফিতে ইংলিশ ব্যাটার বেন ডাকেটের ব্যক্তিগত সর্বোচ্চ রানের গড়া রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লেন আফগান ব্যাটার ইবরাহিম জাদরান। ইংল্যান্ডের বিপক্ষে দলের বাঁচা-মরার ম্যাচে ১৭৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে ওই ফোন কলের মূল্য দিলেন ডানহাতি এই ব্যাটার। তার ইনিংসে ভর করে ৭ উইকেট হারিয়ে ইংল্যান্ডকে ৩২৬ রানের বিশাল লক্ষ্য দিয়েছে আফগানরা। 

লাহোরে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে বিপদে পড়ে আফগানিস্তান। ৩৭ রানে ৩ উইকেট হারায় তারা। অধিনায়ক হাসমতের সঙ্গে ১০৩ রানের জুটি গড়ে ওই বিপর্যয় সামাল দেন ইব্রাহিম। হাসমত ৪০ রানের ইনিংস খেলেন। পরে আজমতউল্লাহ ওমরজাই ও ইব্রাহিম ৭২ রানের জুটি গড়েন। ওই জুটিতে বড় রানের পথে পা বাড়ায় আফগানরা। ওমরজাই ফিরে যান ৩১ বলে তিন ছক্কা ও এক চারের শটে ৪১ রান করে। 

পরে ইব্রাহিম ও অভিজ্ঞ মোহাম্মদ নবী ঝড়ো ব্যাটিং করে দলের পুঁজি তিনশ’র ওপরে নিয়ে যান। ইব্রাহিম তার ৩৫ ওয়ানডে ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নেন। শ্রীলঙ্কার বিপক্ষে ২০২২ সালে করা ১৬২ রান ছাড়িয়ে ক্যারিয়ার সেরা ইনিংস খেলেন। তার ১৪৬ বলের ইনিংস সাজানো ছিল ১২টি চারের সঙ্গে ছয়টি ছক্কার শটে। এছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফির সবচেয়ে বড় ইনিংস খেলার রেকর্ড গড়েছেন তিনি। ভেঙেছেন বেন ডাকেটের গড়া ১৬৫ রানের ইনিংস। এছাড়া বিশ্বকাপে সেঞ্চুরি করা প্রথম আফগান তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও একমাত্র আফগান হিসেবে পেলেন সেঞ্চুরি। 

ইংল্যান্ডের হয়ে দারুণ বোলিং করেছেন জোফরা আর্চার। তিনি ১০ ওভারে ৬৪ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। আফগানদের প্রথম তিন ব্যাটারকেই তুলে নেন এই পেসার। দলে ঢোকা জেমি ওভারটন ১০ ওভারে ৭২ রান খরচা করে ১ উইকেট নিয়েছেন। পার্ট টাইম লেগ স্পিনার লিয়াম লিভিংস্টোন ৫ ওভারে ২৮ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। এছাড়া লেগ স্পিনার আদিল রশিদ ১০ ওভারে ৬০ রান খরচায় ১ উইকেট নেন। পার্ট টাইম স্পিনার জো রুট ৭ ওভার হাত ঘুরিয়ে দেন ৪৭ রান। লাহোরের উইকেটে আফগানদের স্পিন কার্যকর হলে বিপদই অপেক্ষা করছে ইংল্যান্ডের জন্য।

এর মাত্র চারদিন আগে আইসিসি চ্যম্পিয়ন্স ট্রফিতে ইংলিশ ব্যাটার বেন ডাকেট গড়েন ব্যক্তিগত সর্বোচ্চ রানের গড়া রেকর্ড। ২০০৪ সালে নিউজিল্যান্ড ব্যাটার নাথান অ্যাসলের করা অপরাজিত ১৪৫ রানের রেকর্ড ভেঙে ডাকেট করেছিলেন ১৬৫ রান। যদিও ইনিংসটি কাজে লাগেনি ইংলিশ ব্যাটারের। অস্ট্রেলিয়া তাদের ৩৫২ রানের বিশাল স্কোরকেও টপকে গিয়েছিলো। আর এবার তাকে পেছনে ফেলে দিলেন আফগান ব্যাটার ইবরাহিম জাদরান। সেই ইংল্যান্ডের বিপক্ষেই লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আফগানিস্তানের ওপেনার ইবরাহিম খেললেন ১৭৭ রানের ঝকঝকে এক ইনিংস।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি