ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইভ টিজিংয়ের শিকার উপস্থাপিকা ইশরাত পায়েল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫০, ১৯ মার্চ ২০১৮ | আপডেট: ২২:১৮, ১৯ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

ইভ টিজিংয়ের শিকার হয়েছেন উপস্থাপিকা ইশরাত পায়েল। নিজ বাড়ির সামনেই তাকে হয়রানি করা হয়। পরে পায়েল ফেসবুকে বিষয়টি নিয়ে একটি স্ট্যাটাস দেন।  

তিনি নিজের সোশ্যাল হ্যান্ডেলে লিখেন, শহরটা আর শহর নেই, এ যেন এক নিষিদ্ধ পল্লী! কার মা, কার বোন , কার মেয়ে তা তাদের জানার দরকার নেই, একা পেলেই মুখের কথা দিয়ে রাস্তা ঘাটে কাপড় খুলে নিতে চায়। নর পিশাচের রাজ্যে আমাদের বসবাস! নিজের বাসার সামনেই আজ আমি ইভটিজিংয়ের শিকার!

এ নিয়ে ইশরাত পায়েল বলেন, আমি বাড়ি থেকে বের হওয়ার সময় বাসার সামনেই দাঁড়িয়ে এক যুবক অশালীন কথাবার্তা বলছিলেন। এতো নোংরা ভাষায় আক্রমণ করে বসে যে আমি ভাষা হারিয়ে ফেলেছিলাম। পরে নিজেকে সামলে ওই যুবককে পাকড়াও করার চেষ্টা করলে সে পালিয়ে যায়।

পায়েল বলেন, প্রকাশ্যে রাস্তায় যদি এভাবে কেউ উত্ত্যক্ত করতে পারে তাহলে একটু ফাঁকা, গলি রাস্তায় কোনো মেয়েকে পেলে তো এরা ধর্ষণ করে ফেলবে।

এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি