ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

ইমরুলের অর্ধশতক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৫, ২১ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৬:১৬, ২১ অক্টোবর ২০১৮

দলের অন্য ব্যাটসম্যানরা যখন যাওয়া-আসায় ব্যস্ত তখন একপ্রান্ত আগলে রেখেছেন ওপেনার ইমরুল কায়েস। দায়িত্বশীল ব্যাট করে অর্ধশতক তুলে নিয়েছেন ইতোমধ্যেই।

ইমরুল চেষ্টা করে যাচ্ছেন দলকে ব্যাটিং বিপর‌্যয় থেকে টেনে তুলতে। শুরু থেকেই দেখেশুনে ব্যাট করছেন এই নির্ভরযোগ্য ব্যাটসম্যান।

মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে দ্রুত দুই উইকেট হারিয়ে ব্যাটিং বিপর‌্যয়ে পড়ে বাংলাদেশ‌। দলীয় ১৬ রানের মাথায় বিদায় নেন ওপেনার লিটন দাস। এরপর ১ রান যোগ করতেই পড়ে আরো ১ উইকেট। এই যখন অবস্থা তখন শক্ত হাতে হাল ধরেন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহীম ও ইমরুল কায়েস।

তাদের ব্যাটে প্রাথমিক বিপরর‌্যয় কাটিয়ে উঠার চেষ্টা করে টাইগাররা। কিছুটা সফলও হন তারা। দলীয় ১৭ রানে দুই উইকেট পড়ে যাওয়ার পর দলের স্কোর টেনে ৬৬ পর্যন্ত নিযে যান অভিজ্ঞ দুই ব্যাটসম্যান। দলকে বড় স্কোরের স্বপ্নও দেখাচ্ছিলেন। হাত খুলে খেলছিলেন ইমরুল কায়েস। আর দেশেশুনে ব্যাট করছিলেন মুশফিক।

কিন্তু ১৪ ওভারের শেষ বলে মাভুতার বলে ক্যাচ দেন মুশফিক। আম্পায়ার প্রথমে আউট দেন নি। কিন্তু জিম্বাবুয়ে দলের অধিনায়ক রিভিউ চেয়ে বসেন। পরে আম্পায়ার আঙ্গুল তুলে সারেন্ডার করেন।

মুশফিক আউট হওয়ার পর মাঠে নামে মিঠুন। মিঠুনের সঙ্গে জুটি বাধেন ইমরুল।

এ প্রতিবেদন লেখার সময় ইমরুল ব্যাট করছিলেন ৬৭ রানে। বল খেলেছেন ৭৬ টি। স্কোর করতে ইমরুল ৪ মেরেছেন ৫ টি আর ছয় মেরেছেন ৩ টি।

এ প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের স্কোর ১১৭/৩। ২৪ তম ওভারের খেলা চলছে। ২৩ রানে ক্রিজে আছেন মিঠুন।

সূত্র: ইএসপিএন ক্রিকইনফো।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি