ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

ইমরুলের শতকে বড় সংগ্রহের পথে টাইগাররা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৮, ২১ অক্টোবর ২০১৮ | আপডেট: ২২:৪০, ২১ অক্টোবর ২০১৮

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে টসে জিতে বাংলাদেশ ব্যাটিং নেয়। আর প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের খেলোয়াড়রা একে একে আসা যাওয়ার মিছিলে যোগ দেন। আর ওপেনিংয়ে নেমে এক পাশ আগলে রাখেন ইমরুল কায়েস। দলকে বড় পুুঁজি সংগ্রহের জন্য জিম্বাবুয়ের পক্ষে একাই লড়ে যাচ্ছেন। ওয়ানডে ক্যারিয়ারে তুলে নিলেন তৃতীয় শতক। ইমরুল এ শতকের জন্য বল ব্যবহার করেছেন ১১৮টি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ ছয় উইকেট হারিয়ে ৪২.৩ ওভার শেষে ১৯৭ রান। ইমরুল কায়েস ১০০ রানে ব্যাট করছেন। আর সঙ্গে ব্যাটিংয়ে আছেন সাইফুদ্দিন ৪৪ বলে ২২ রান করে।

ইমরুল তার এই শতক পূরণে ৮টি চার ও ৩টি ছয় মেরেছেন।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি