ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

ইরফানের বিস্ময় জাগানিয়া ম্যাচেও জয় মাহমুদুল্লাহদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০২, ২৬ আগস্ট ২০১৮

টি-টোয়েন্টি ফরমেটে নয়া রেকর্ড গড়েছেন পাকিস্তানের সিমার মোহাম্মদ ইরফান। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচে চার ওভার বোলিং করে তিনি দিয়েছেন মাত্র ১ রান। ডট বল দিয়েছেন ২৩টি। টি-টোয়েন্টি ক্রিকেটে এটাই এখন সবচেয়ে কৃপণ বোলিংয়ের নতুন রেকর্ড।

শনিবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে বারবাডোজে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে বারবাডোজ ট্রাইডেন্টসের খেলা ছিল। ওই ম্যাচে ৭ ফুট ১ ইঞ্চি লম্বা ইরফানের চার ওভারের প্রথম তিনটিই ছিল মেডেন। উইকেট দুটি। শেষ ওভারের শেষ বলে কেবল দিয়েছেন একটি রান। ইরফানের বিস্ময় জাগানিয়া এই ম্যাচেও জিততে পারে নি তাঁর দল।

ইরফানের এমন কীর্তিও যথেষ্ট হয়নি বারবাডোজ ট্রাইডেন্টসের জয়ের জন্য। ব্যাটিং-বোলিং পাননি মাহমুদউল্লাহ, ক্রিস গেইল আউট প্রথম বলেই। তবু জিতেছে তাদের দল সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে বারবাডোজকে তাদের মাঠেই শনিবার ৬ উইকেটে হারিয়েছে সেন্ট কিটস। ৫ ম্যাচে তৃতীয় জয়ে গেইলের দল উঠে এসেছে পয়েন্ট টেবিলের শীর্ষে।

আগের ম্যাচে নতুন বলে দারুণ বোলিং করলেও এদিন বোলিং পাননি মাহমুদউল্লাহ। প্রয়োজন হয়নি ব্যাটিংয়ে নামারও। দল জিতেছে তার আগেই।

টস হেরে ব্যাটিংয়ে নামা বারবাডোজ শুরুতে এগিয়েছে অনেকটাই মন্থর গতিতে। ওপেনার ডোয়াইন স্মিথ ২০ করেছেন ২৭ বলে। আরেক ওপেনার মার্টিন গাপটিল ১৯ বলে ১৯।

তিনে নেমে ৩৫ বলে ৫৪ রানের ইনিংস দলকে এগিয়ে নেন অধিনায়ক জেসন হোল্ডার। চারে নামা শেই হোপ ২৬ করেছেন ২৪ বলে।

শেষ দিকে স্টিভেন স্মিথ, নিকোলাস পুরানরা পারেননি ঝড় তুলতে। ২০ ওভারে বারবাডোজ তোলে ৬ উইকেটে ১৪৭ রান।

৪ ওভারে ১৮ রান দিয়ে ২ উইকেট নেন সেন্ট কিটসের বেন কাটিং, ২৫ রানে দুটি অ্যান্টন ডেভচিচ।

রান তাড়ায় সেন্ট লুসিয়াকে শুরুতেই নাড়িয়ে দেন ইরফান। ইনিংসের প্রথম বলেই ফিরিয়ে দেন গেইলকে। ওভারে রান দেননি একটিও। নিজের পরের ওভারে ইরফান ফেরান এভিন লুইসকেও। এটিও ছিল উইকেট মেডেন।

ইরফান নিজের পরের ওভারটিও নেন মেডেন। চতুর্থ ওভারের প্রথম পাঁচ বলেও রান দেননি। একদম শেষ বলে একটি রান নেন ব্র্যান্ডন কিং। বাঁহাতি পেসারের বোলিং বিশ্লেষণ ছিল ৪-৩-১-২, টি-টোয়েন্টিতে পুরো ৪ ওভার বোলিংয়ে সবচেয়ে কিপটে বোলিংয়ের রেকর্ড।

তবে ইরফানের ধারা বজায় রাখতে পারে তাঁর দলের অন্য বোলাররা। সবাই মার খেয়েছেন বাজেভাবে। ইরফানের স্পেল শেষ হতেই সেন্ট কিটস এগিয়ে যায় দারুণ গতিতে। তিনে নামা কিং করেন ৫ ছক্কায় ৪৯ বলে ৬০। চারে নেমে ডেভন টমাস ২৯ বলে ৩২। ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়ে কাটিং করেন ২১ বলে অপরাজিত ২৯। সেন্ট কিটস জিতে যায় ৭ বল বাকি রেখে।

কাটিং অলরাউন্ড পারফরম্যান্স দেখালেও রেকর্ড গড়া বোলিংয়ে পরাজিত দলে থেকেই ম্যাচ সেরা ইরফান।

সূত্র: ক্রিকইনফো।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি