ইরাকের মসুলে আইএসএর পাল্টা আক্রমণকে প্রতিহত করেছে ইরাকি বাহিনী
প্রকাশিত : ১৯:০৪, ২৬ জুন ২০১৭ | আপডেট: ১৯:১৩, ২৬ জুন ২০১৭
ইরাকের মসুলে আইএসএর পাল্টা আক্রমণকে প্রতিহত করেছে ইরাকি বাহিনী।
মুসুলের বিভিন্নস্থানে আইএস জঙ্গিরা আত্মঘাতী বোমা হামলা চালালেও দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় বলে দাবি করেছেন সামরিক কর্মকর্তা। শুরু হয়েছে চূড়ান্ত অভিযান। চলতি বছরের শুরুর দিকে মসুলের পুর্বাঞ্চলের দখল নেয় ইরাকি সেনারা। তবে পশ্চিমাঞ্চল এখনো আইএসএর দখলে। আইএস ঘাঁটি থেকে ইরাকি বাহিনী মাত্র আধা কিলোমিটার দূরে অবস্থান করছে। ২০১৪ সালের অক্টোবরে মসুল পুণরুদ্ধারে অভিযান শুরু করে আইএস।
আরও পড়ুন