ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

ইরানি স্থাপনায় হামলার পেছনে রুশ ইন্ধন!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১২, ১৭ মে ২০১৮

রাশিয়ার বিজয় দিবসের রাতে সিরিয়ায় অবস্থিত ইরানি স্থাপনায় ইসরায়েলি হামলার পেছনে রাশিয়ার ইন্ধন রয়েছে বলে মনে করছে বিশ্লেষকরা। গত ৯মে রাত ১টার দিকে ইসরায়েল বিমানবাহিনী ২৮টি এফ-১৫ এবং এফ-১৬ যুদ্ধবিমান থেকে সিরিয়ার ভূমিতে অন্তত ৬০টি মিসাইল নিক্ষেপ করে। এতে অন্তত ২৭ জনের প্রাণহানি ঘটে।

জানা গেছে, সিরিয়ায় অবস্থিত ইরানের প্রায় ৫০টি সামরিক স্থাপনার ওপর আঘাত হানে ওইসব ক্ষেপনাস্ত্র। এতে অন্তত ২৭ জন নিহত হন। নিহতের মধ্যে ১১ জনই ছিল ইরানি সেনা।

রাশিয়ার বিজয় দিবস উপলক্ষে গত ৯ মে দেশটিতে সফরে গিয়েছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নেতানিয়াহুর সফর, তার বক্তব্য এবং সবশেষে রাশিয়ার ভূমিকায় বিজনেস ইনসাইডার, জেরুজালেম পোস্ট, হারেৎজসহ বিভিন্ন পত্রপত্রিকায় সন্দেহ প্রকাশ করা হয়, ইরানি স্থাপনার ওপর হামলার পেছনে রাশিয়ার সম্মতি ছিল।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি