ঢাকা, রবিবার   ১৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ইরানে ‘রক্তবৃষ্টি’, রক্তবর্ণে রঞ্জিত সমুদ্র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৫, ১৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ইরানে সম্প্রতি ঘটে যাওয়া এক চমকপ্রদ প্রাকৃতিক ঘটনা বিশ্বজুড়ে মানুষের কৌতূহল ও বিস্ময় সৃষ্টি করেছে। এক প্রবল বৃষ্টিপাতের পর সমুদ্র সৈকত উজ্জ্বল লাল আভায় রঙিন হয়ে উঠলে অনেকেই একে ‘রক্তবৃষ্টি’ বলে আখ্যা দিচ্ছেন, আবার কেউ কেউ এই বিরল দৃশ্যের মোহে মুগ্ধ হয়ে পড়েছেন।  

একজন পর্যটক গাইড সামাজিকমাধ্যম এক্সে (সাবেক টুইটার) শেয়ার করা এক ভিডিওতে দেখা যায়, প্রবল বৃষ্টির পর পাহাড়ি লাল মাটি ধুয়ে এসে সমুদ্রের পানিতে মিশে গেছে, ফলে সৈকতজুড়ে এক বিস্ময়কর দৃশ্যের সৃষ্টি হয়েছে। ভূমির মাটি ও সমুদ্রের পানির সংমিশ্রণে পানির রং উজ্জ্বল টকটকে লাল হয়ে গেছে।  

ভিডিওর ক্যাপশনে ফারসি ভাষায় লেখা হয়েছে, ‘প্রসিদ্ধ লাল সৈকতের ভারী বৃষ্টিপাতের শুরু। পর্যটকদের জন্য এটি এক অবিশ্বাস্য অভিজ্ঞতা।’   

এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানান প্রতিক্রিয়া দেখা যায়। এক ব্যবহারকারী লেখেন, ‘আমি চাইতাম এই বৃষ্টির নিচে দাঁড়িয়ে থাকতে, যেখানে মাটি ভালোবাসায় রঙিন হয়ে গেছে!’   

আরেকজন মন্তব্য করেন, ‘এই দৃশ্য সত্যিই অসাধারণ ও অনন্য!’   

একজন আবার বিস্ময় প্রকাশ করে লেখেন, ‘সুবহানআল্লাহ! কী অপূর্ব সৌন্দর্য! সত্যিই, সৃষ্টিকর্তাই দুই জগতের সর্বশ্রেষ্ঠ চিত্রশিল্পী।’   

ব্লাড রেন কী? 

ব্লাড রেন বা রক্তবৃষ্টি হল এক ধরণের অস্বাভাবিক বৃষ্টি, যেখানে বৃষ্টির জল লাল, গোলাপি বা বাদামি রঙ ধারণ করে। এটি সাধারণত তখনই ঘটে, যখন বাতাসে থাকা সূক্ষ্ম লাল কণা বা ধুলা বৃষ্টির ফোঁটার সঙ্গে মিশে যায়। এতে মনে হয়, যেন আকাশ থেকে রক্ত ঝরছে!

কেন ঘটল ইরানে রক্তবৃষ্টি? 

বিজ্ঞানীদের মতে, এই ঘটনাটির পেছনে একাধিক সম্ভাব্য কারণ থাকতে পারে— ✔️ লাল শৈবাল বা রেড অ্যালগি: কিছু বিজ্ঞানী মনে করছেন, এই ঘটনা সমুদ্রের জলে লাল শৈবাল বা বিশেষ মাইক্রোঅর্গানিজমের কারণে ঘটতে পারে।

ধুলিঝড়ের প্রভাব

মধ্যপ্রাচ্যে ধুলিঝড় খুব সাধারণ ঘটনা। সেই ধুলো বৃষ্টির ফোঁটার সাথে মিশে এই লালচে রঙের সৃষ্টি করতে পারে। শিল্প দূষণ: কিছু বিজ্ঞানী সন্দেহ করছেন, আশেপাশের কলকারখানা বা শিল্পপ্রতিষ্ঠানের রাসায়নিক দূষণও এর কারণ হতে পারে।

স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও কৌতূহল

এই রহস্যময় ঘটনার পর ইরানের সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ মনে করছেন, এটি পৃথিবী ধ্বংসের ইঙ্গিত ! আবার অনেকেই একে প্রকৃতির অপূর্ব সৌন্দর্য বলে মনে করছেন। তবে বিজ্ঞানীরা নিশ্চিত করেছেন, এটি একেবারেই স্বাভাবিক এক আবহাওয়া সংক্রান্ত ঘটনা, যা খুবই বিরল।

এমন ঘটনা আগে কোথায় ঘটেছে? 

বিশ্বের বিভিন্ন দেশে আগেও ব্লাড রেন দেখা গিয়েছে— ভারতের কেরালায় ২০০১ সালে প্রথমবারের মতো রক্তবৃষ্টি দেখা গিয়েছিল, যা বিজ্ঞানীদের অবাক করে দিয়েছিল। স্পেন, শ্রীলঙ্কা ও সাইবেরিয়ার কিছু অংশেও এই ধরনের বৃষ্টির ঘটনা নথিভুক্ত হয়েছে।

উল্লেখ্য, ইরানের হরমুজ প্রণালির রেইনবো আইল্যান্ডে অবস্থিত এই সৈকত তার প্রাকৃতিক লাল মাটির জন্য বিশ্বজুড়ে পরিচিত। মাটিতে উচ্চমাত্রার আয়রন ও খনিজ পদার্থ থাকার ফলে এটি বছরের বিভিন্ন সময়েই উজ্জ্বল লালচে রঙ ধারণ করে।  

প্রবল জোয়ারের সময় এই খনিজ উপাদান সমুদ্রের পানির সঙ্গে মিশে সৈকতজুড়ে এক অভূতপূর্ব লালাভ দৃশ্য তৈরি করে, যা অনেকের কাছে মনে হয় যেন কেউ লাল রঙের রং ঢেলে দিয়েছে সমুদ্রে।  

তবে এটি কোনো বিপজ্জনক ঘটনা নয়, বরং এই ব্যতিক্রমী প্রাকৃতিক সৌন্দর্য প্রতিবছর দেশ-বিদেশ থেকে অসংখ্য পর্যটককে আকর্ষণ করে, যারা ইরানের এই ‘রক্তবৃষ্টি’র সৈকত স্বচক্ষে দেখতে আসেন।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি