ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘ইরানে হামলার ছক চূড়ান্ত’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৬, ১৭ অক্টোবর ২০২৪

Ekushey Television Ltd.

চলতি মাসের শুরুতে ইসরায়েলে রকেট হামলা চালায় ইরান। এর জবাব দেবে বলে ইসরায়েল পালটা হুমকি দেয়। তবে কবে কখন এই হামলা চালানো হবে তা তারাই ঠিক করবে বলেও দেয় হুঁশিয়ারি। দেশটি কবে নাগাদ প্রতিশোধ নিতে পারে এবার তা নিয়ে পাওয়া গেছে ধারণা।

মার্কিন গণমাধ্যম সিএনএন জানায়, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ তারা। তবে মন্ত্রণালয় কী মন্তব্য করেছে সে সম্পর্ক বিশেষ কিছু বলা হয়নি।

তবে একাধিক মার্কিন সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ ইসরায়েলি কর্মকর্তারা যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করেছেন, তেল ও পারমাণবিক স্থাপনার পরিবর্তে বরং ইরানের সামরিক স্থাপনায় সীমিত পরিসরে পাল্টা হামলা চালানো হতে পারে।

সিএনএন জানায়, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার শীর্ষ কর্মকর্তাদের নিয়ে এর মধ্যে ইরানে হামলার ছক কষেছেন।  

যুক্তরাষ্ট্রের একাধিক সূত্রের বরাত দিয়ে সিএনএন আরও জানিয়েছে, ইসরায়েল আগামী ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগেই ইরানে হামলা চালাতে পারে। চলতি মাসেই এ হামলা হতে পারে বলে মার্কিন কর্মকর্তারা ধারণা করছেন।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি