ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইরানে হামলা ইসরায়েলের ‘আত্মরক্ষার মহড়া’, বললো যুক্তরাষ্ট্র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৫, ২৬ অক্টোবর ২০২৪

Ekushey Television Ltd.

ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলাকে ইসরাইলের ‘আত্মরক্ষার জন্য একটি মহড়া’ বলে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র। হামলার ব্যাপারে ইরানকে আগেই জানানো হয়েছিল বলে জানায় ওয়াশিংটন।
 
হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র শন স্যাভেট বলেছেন, ইরানের সামরিক লক্ষ্যবস্তুগুলোকে টার্গেট করে পরিচালিত এই হামলা হল ‘আত্মরক্ষার একটি মহড়া’এবং গত ১ অক্টোবর ইসরায়েলের বিরুদ্ধে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার জবাব।
 
নাম প্রকাশ না করার শর্তে একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রকে আগেই এই ব্যাপারে অবহিত করা হয়েছিল এবং যুক্তরাষ্ট্র এতে জড়িত নয়।
 
মার্কিন যুক্তরাষ্ট্রকে কতটা আগাম জানানো হয়েছিল তা জানাননি ওই কর্মকর্তা।
 
হোয়াইট হাউসের কর্মকর্তারা পৃথক বিবৃতিতে বলেন, প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে হামলা সম্পর্কে অবহিত করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি