ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪

ইরানে হিজাব না পরায় ২৯ নারী গ্রেফতার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৪, ৩ ফেব্রুয়ারি ২০১৮

হিজাব না পরায় আইন লঙ্ঘনের অভিযোগ এনে ২৯ নারীকে গ্রেফতার করেছে ইরানের পুলিশ। তবে তাদের আটকের পরপরই মানবাধিকার সংগঠনগুলো এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে।

ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, জননিরাপত্তা বিঘ্নিত করার দায়ে তাদের আটক করা হয়েছে। জানা গেছে, বেশ কয়েকজন উদারমনা নারী সদস্য দেশটিতে কট্টর ইসলামিক আইন বাতিলের আন্দোলন করে আসছেন।

তবে তাদেরকে কোথা থেকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে কিছু জানা যায়নি। এদিকে তেহরান ছাড়াও এসফাহান এবং শিরাজ নামক শহরেও আন্দোলন কিছু মাত্রায় ছড়িয়ে পড়েছে।

উল্লেখ্য, ১৯৭৯ সালে আয়তুল্লাহ আল খোমেনির নেতৃত্বে দেশটি ইসলামিক প্রজাতন্ত্রের দিকে গেলে নারীদের হিজাব পরা বাধ্যতামূলক করে দেশটি। তবে ওই আইন পাশ হওয়ার পর থেকে শত শত নারী আইনটি বাতিলে দাবি জানিয়ে আসছে।

এদিকে বিশ্লেষকরা বলছেন, গত মাসে ইরানে সরকার বিরোধী বিক্ষোভে ব্যর্থ হয়ে একটি গোষ্ঠী আবারও নতুন করে ইস্যু তৈরি করে দেশে সহিংসতা সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে ইরানের অর্ধেক নারী হিজাব প্রথার বিরুদ্ধে অবস্থান করতে পারেন বলে মনে করেন যুক্তরাষ্ট্রের এক গবেষক।

সূত্র: আল-জাজিরা
এমজে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি