ইশরাককে মেয়র ঘোষণায় আইন মন্ত্রণালয়ের মতামত চায় ইসি
প্রকাশিত : ১৪:৫০, ২২ এপ্রিল ২০২৫

ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করা যাবে কি-না, সে বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২২ এপ্রিল) ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখা এ সংক্রান্ত এক চিঠি মন্ত্রণালয়ে পাঠিয়েছে।
২০২০ সালে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাচনের ফল বাতিল করে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে রায় দিয়েছেন আদালত।
আদালত ইশরাককে মেয়র হিসেবে ঘোষণার রায়ের কপি গত সপ্তাহে ইসিতে আসার পর মন্ত্রণালয়ের মতামত চাইল ইসি। ইসি সূত্রে জানা গেছে, আইন মন্ত্রণালয়ের মতামত পেলে তারপর গেজেট প্রকাশের সিদ্ধান্ত নিবে সাংবিধানিক এ প্রতিষ্ঠানটি।
২০২০ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনের প্রার্থী ইশরাক হোসেনের গাড়িবহরে হামলা করা হয়, ইভিএম মেশিনে ভোট জালিয়াতি করা হয়, নির্বাচনে ভোটারদের ভোটগ্রহণে বাধা দেওয়া হয়, নির্বাচনে ভোট জালিয়াতি করা হয়।
এতসব জালিয়াতির পরেও নির্বাচন কমিশন শেখ ফজলে নূর তাপসকে মেয়র ঘোষণা করে। নির্বাচন কমিশনের গেজেট চ্যালেঞ্জ করে ২০২০ সালের ৩ মার্চ ইশরাক হোসেন বাদী হয়ে মামলা করেন। সর্বশেষ আদালত পূর্ণাঙ্গ শুনানি নিয়ে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করেন।
এসএস//
আরও পড়ুন