ঢাকা, সোমবার   ০৬ জানুয়ারি ২০২৫

ইশ!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:১৩, ১৯ মার্চ ২০১৮ | আপডেট: ০৯:৫৬, ১৯ মার্চ ২০১৮

হিরো নিদাহাস ট্রফির ফাইনাল ম্যাচ। বাংলাদেশ বনাম ভারত। আশা জাগিয়েও শেষ জয়ী হতে না পারা বাংলাদেশের সঙ্গী বোধহয় শুধুই আফসোস। ইশ!

ইশ! যদি ‘এমনটা’ না হতো। অথবা যদি ‘এমনটা’ না হয়ে ‘তেমনটা’ হত।

টসে বরাবর বাংলাদেশের ভাগ্য ভালো হলেও আজ হেরেছে বাংলাদেশ। ‘ইশ’ এর শুরুটা বুঝি সেখান থেকেই। টসে জিতলে ফিল্ডিং নিত টাইগাররা। ম্যাচের ফলাফল হয়তো অন্যরকম হতে পারত। ইশ!

মাত্র ৩৩ রানের মাঝেই সাজঘরে চলে গেলেন তিন টপ অর্ডার ব্যাটসম্যান। তামিম ইকবাল, লিটন দাস আর সৌম্য সরকার। সাব্বির রহমানের সাথে ৩৩ রানের জুটি গড়েও দলীয় ৬৮ আর ব্যক্তিগত ৯ রানে আউট ‘ওয়াল অব বাংলাদেশ’ মুশফিকুর রহমান। আবারও ইশ!

সাব্বির-মাহমুদুল্লার ভুল বোঝাবুঝি আর বোকামিতে বলির পাঠা মাহমুদুল্লাহ। আবারও ইশ!

দলীয় অধিনায়ক আর ক্রিকেট জগতের তিন ফরম্যাটেরই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিল আল হাসান। সেও যখন রান আউটের ফাঁদে পা দিয়ে সাজঘরের পথে হাটা শুরু করলেন তখনও বাংলাদেশ শিবিরে একটাই শব্দ-ইশ!

যাক, সেট ব্যাটসম্যান সাব্বির তো আছে; এমন যখন ভাবনা টাইগার ভক্তদের মনে তখন আবারও ইশ! এবার ইশ এর উপলক্ষ সাব্বিরের বোল্ড আউট।

শেষ ওভারের মেহেদী হাসান মিরাজের ১৭ রানের সুবাদে ‘ইশ’টা একটু কমলে ১৬৬ রানের সংগ্রহ হয় বাংলাদেশের।

টি-টুয়েন্টি ফরম্যাটে অন্যতম সেরা দল ভারতের জন্য খুব একটা কঠিন কিছু ছিল না এই ১৬৬ রান। তবে সেটাই কঠিন করতে পেরেছিল টাইগার বোলাররা। ১৮তম ওভারেও জয়ের আশায় বুদ বাংলা ক্রিকেটের ভক্তরা।

তবে ১৯ তম ওভারে রুবেলের দেওয়া ২২ রান ইশ! শব্দটাকে অনেক লম্বা করে দেন। ৬, ৪, ৬, ০, ২, ৬ – ছয়টি বলের পাঁচটিতেই ছিল ইশশশশ...!!!!

শেষ ওভারের শেষ বল। দীনেশ কার্তিকের দরকার ছিল একটি ছক্কা। আর সৌম্য সরকার তথা পুরো বাংলাদেশের দরকার ছিল কোনমতে ছয় হতে না দেওয়া। চার হলেও সুপার ওভারে গিয়ে ঠেকত খেলার ভাগ্য। কিন্তু ঐ যে ইশ!!! সেই ছয়ই হাকালেন কার্তিক।

ইশ যে শধু ১৯ আর ২০ তম ওভারেই ছিল তা কিন্ত না। বরং পুরো ম্যাচেই বাংলাদেশের সঙ্গী ছিল ঐ ‘ইশ’।

ইশ! যদি মাহমুদুল্লাহ এভাবে আউট না হতেন।     

ইশ! যদি সাকিব বা মুশির ব্যাট থেকে আরও কিছু রান আসত।

ইশ! যদি বাংলাদেশি ফিল্ডারদের ছোড়া বলগুলো স্ট্যাম্পে লেগে আউট হত ভারতীয় ব্যাটসম্যানরা।

ইশ! যদি মাহমুদুল্লাহকে দিয়ে একটি ওভার করানো হতো।

ইশ! যদি রুবেল ২২ রান না দিত।

ইশ! যদি সৌম্য সরকার শেষ বলে কোন রকমে ছয় এড়াতে পারত।

ইশ! যদি শিরোপাটি ঢাকায় নিয়ে আসতে পারত সাকিব-মাহমুদুল্লাহ আর মুশফিক-তামিমেরা।

ইশ! ইশ! আর ইশ!

অনেকদিন পর দেশের বাইরে বহুজাতিক কোন সিরিজ না জিততে পারার ইশ!

টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি