ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

ইসকন নিষিদ্ধ নিয়ে কী বললেন রিজওয়ানা হাসান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০১, ২৮ নভেম্বর ২০২৪

সম্প্রতি বাংলাদেশে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) নিষিদ্ধ করার দাবি উঠেছে বেশ জোরালোভাবে। দেশের বিভিন্ন মহল এই দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। তবে, এ বিষয়ে সরকারের মধ্যে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করছেন বন, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা রিজওয়ানা হাসান।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করছেন বন, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা রিজওয়ানা হাসান।
তাজওয়ার মাহমিদ

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।

পরিবেশ উপদেষ্টা বলেন, ‘কোনো সংস্থা নিষিদ্ধের কোনো আলোচনা সরকারের মধ্যে হয়নি। ব্যক্তির অপরাধের সঙ্গে সংস্থার অপরাধ আমরা মিলিয়ে ফেলব না।’

তিনি বলেন, ‘সবকিছু আলোচনার মাধ্যমেই সমাধান হচ্ছে। যে কোনো বিষয়েই রাস্তায় না নামার প্রয়োজন নেই।
 
ছোট ছোট বিষয় নিয়ে বিরোধে না জড়াতে আহ্বান উপদেষ্টা রিজওয়ানা হাসান।

এ সময় উপদেষ্টা মাহফুজ আলম বলেন, কোনো সংগঠনকে নিষিদ্ধ করার বিষয়ে সুষ্ঠু তদন্ত করে সিদ্ধান্ত নেবে সরকার।

নির্বাচনী কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তিনি বলেন, সরকারের দৃষ্টিভঙ্গি হচ্ছে সংস্কারের পরই নির্বাচন দেয়া। তবে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত আসবে।

এমবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি