ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

ইসরায়েলকে ফের বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫০, ১১ জুলাই ২০২৪

ফিলিস্তিনের গাজায় চলমান ধ্বংসযজ্ঞের মধ্যে ইসরায়েলকে ফের বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র।  

গেল মে মাসে আন্তর্জাতিক চাপের মুখে ২ হাজার ও ৫শ’ পাউন্ডের বোমার চালান পাঠানো স্থগিত করে যুক্তরাষ্ট্র। গাজায় ১০ লাখ ফিলিস্তিনি শরণার্থীর আশ্রয়স্থল রাফা শহরে এসব বোমা হামলায় ক্ষয়ক্ষতির ব্যাপকতাও তখন বিবেচনায় নেয় বাইডেন প্রশাসন। 

তবে এখন নতুন করে ৫শ’ পাউন্ডের বোমা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাইডেন প্রশাসন। জানায়, বড় ক্ষয়ক্ষতি এড়াতে ২ হাজার পাউন্ডের বোমা পাঠাচ্ছে না তারা। তবে ৫শ’ পাউন্ডের বোমা পাঠানোয় আপত্তি নেই তাদের। 

বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য বলছে, গেল অক্টোবরে গাজায় হামলা শুরুর পর এ পর্যন্ত ইসরায়েলকে ২ হাজার পাউন্ডের ১৪ হাজার বোমা, ৫শ’ পাউন্ডের সাড়ে ৬ হাজার বোমা, ১ হাজার বাংকার বাস্টার বোমা ও ৩ হাজার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র। 

গত ৯ মাসে গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছে ৩৮ হাজারের বেশি ফিলিস্তিনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি