ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইসরায়েলকে লক্ষ্য করে ১৯০টি রকেট ছুড়ল হিজবুল্লাহ

দুলি মল্লিক

প্রকাশিত : ০৯:৫২, ৮ অক্টোবর ২০২৪

Ekushey Television Ltd.

গাজায় ইসরায়েলি আগ্রাসনে এক বছরে ব্যাপক হতাহত ও ধ্বংসযজ্ঞের পরও হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন নেতানিয়াহু। নতুন করে লেবানন ও উত্তর গাজায় হামলা আরো জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী আইডিএফ বলছে, নতুন ধাপে পৌঁছেছে যুদ্ধ। পাল্টা হামলা অব্যাহত রেখেছে হামাস ও হিজবুল্লাহ। 

লেবাননের রাজধানী বৈরুতের আশপাশের এলাকায় রাতভর এমন হামলা চালায় ইসরায়েলী বাহিনী। আইডিএফ বলছে, এক ঘণ্টায় হিজবুল্লাহ’র ১২০টি স্থাপনায় শতাধিক বিমান হামলা চালিয়েছে তারা। 

লেবানন সীমান্তের কাছে ইসরায়েলের উত্তর-পশ্চিমে বেশ কয়েকটি শহরে ঘোষণা করেছে নতুন সামরিক জোন। বন্ধ করে দেয়া হয়েছে জনসাধারণের চলাচল। 

লেবাননের পাশাপাশি উত্তর গাজায়ও হামলা জোরদার করেছে ইসরায়েল। এরইমধ্যে জাবালিয়া শরণার্থী ক্যাম্পসহ গাজার উত্তরাঞ্চল থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে তারা। নতুন করে সেখানে স্থল অভিযান শুরু করেছে নেতানিয়াহু বাহিনী।   

ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় গাজায় নিহত হয়েছে ৩৯ ফিলিস্তিনি। লেবাননেও বাড়ছে হতাহতের সংখ্যা। গাজা যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত দেশটিতে নিহত হয়েছে ১ হাজার ৪শ’রও বেশি মানুষ। বাস্তুচ্যুত অন্তত ১২ লাখ।

এদিকে, পাল্টা রকেট হামলা চালাচ্ছে হামাস ও হিজবুল্লাহ। সোমবার ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে ১৯০টি রকেট হামলা চালায় হিজবুল্লাহ। তেল আবিবের কাছে একটি সামরিক গোয়েন্দা ঘাঁটিতেও হামলার দাবি করেছে তারা। 

এছাড়া ইয়েমেনের হুথি বিদ্রোহীরা মধ্য ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। 

গাজায় ইসরায়েলি আগ্রাসনের এক বছরে ৪২ হাজার মানুষের মৃত্যু ও ব্যাপক ধ্বংসযজ্ঞের প্রতিবাদে বিশ্বজুড়ে বিক্ষোভের ঝড় উঠলেও বরাবরের মতো তা উপেক্ষা করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। জাতির উদ্দেশ্যে দেয়া ভিডিও বার্তায় হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তিনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি