ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে ৭ ফিলিস্তিনি নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৯, ৭ এপ্রিল ২০১৮

গাজা-ইসরায়েল সীমান্তের পরিস্থিতি আবারও অশান্ত হয়ে ওঠেছে। গতকাল শুক্রবার বিক্ষোভ-সংঘর্ষে ৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। সীমান্ত অতিক্রম করার সময় ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে তারা নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত তিনশ’ জন। গাজার চিকিৎসা কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল শুক্রবার গাজা-ইসরায়েল সীমান্তে ফিলিস্তিনিরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। এ সময় কয়েকজন ফিলিস্থিনি সীমান্ত অতিক্রম করার সময় ইসরায়েলি সেনাবহিনী গুলি ছোঁড়ে।

নিহত ফিলিস্তিনিদের মধ্যে ১৬ ও ১৭ বছরের দুই কিশোর রয়েছে বলে জানা গেছে।

ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, বিক্ষোভকারীরা সীমান্ত বেষ্টনী ভাঙার চেষ্টা করলে তারা গুলি ছোড়তে বাধ্য হন।

প্রসঙ্গত, ১৯৪৮ সালে শরণার্থী হওয়া লাখ লাখ মানুষকে ইজরায়েলের দখলে থাকা এলাকায় ফিরতে বাধা দেওয়ার প্রতিবাদে সীমান্তে এ বিক্ষোভ চলছে। কিন্তু ইসরায়েলের অভিযোগ, গাজার ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস হামলা চালানোর উদ্দেশ্য নিয়ে সীমান্তে বিক্ষোভ মিছিল করছে।

উল্লেখ্য, এক সপ্তাহ আগে ঠিক একই জায়গায় বিক্ষোভ-সংঘর্ষে ১৬ ফিলিস্তিনি নিহত এবং কয়েকশ’ ফিলিস্তিনি আহত হওয়ার পর শুক্রবার আবার পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে। জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস সংশ্লিষ্ট সব পক্ষকেই যথাসম্ভব সংযত থাকার আহ্বান জানিয়েছেন।

সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি