ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

ইসরায়েলের সঙ্গে দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত হামাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৩, ১৮ মে ২০২৪

ইসরায়েলি বাহিনীর সঙ্গে দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এদিকে, গাজা থেকে তিন জিম্মির মৃতদেহ উদ্ধার করেছে ইসরায়েলি বাহিনী।

ভিডিও বার্তায় হামাসের আল-কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা জানান, ফিলিস্তিনিদের ওপর আগ্রাসন বন্ধ করতে প্রতিশ্রুতিবদ্ধ তারা। শত্রুকে ধ্বংস করতে দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত বলেও জানান তিনি। 

আবু ওবায়দা বলেন, গেল ১০ দিন ধরে গাজায় ইসরায়েলের অন্তত ১শ’ সামরিক যানে হামলা চালানো হয়েছে। 

এদিকে গাজায় হামাসের একটি টানেল থেকে তিন জিম্মির মৃতদেহ উদ্ধার করেছে ইসরায়েলিবাহিনী। তারা হলেন- শানি লৌক, অমিত বুশকিলা ও ইজহাক জেলারেন্টার। 

৭ অক্টোবর হত্যার পর তাদের মৃতদেহ হামাস গাজায় নিয়ে যায় বলে দাবি ইসরায়েলের। 

অন্যদিকে, উত্তর গাজার জাবালিয়া ও দক্ষিণে রাফায় হামলা জোরদার করেছে ইসরায়েল। ২৪ ঘণ্টায় ৭০টি বিমান দিয়ে তারা হামলা চালিয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি