ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইসরায়েলে হামলা চালানোর নির্দেশ খামেনির 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৯, ১ নভেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

ইসরায়েলের বিরুদ্ধে ‘প্রতিশোধমূলক হামলার’ প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার এই নতুন নির্দেশকে ঘিরে উত্তেজনার পারদ বাড়ল বিশ্বে।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের বরাত দিয়ে টাইমস অব ইসরায়েল বৃহস্পতিবার (৩১ অক্টোবর) জানিয়েছে, ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে হামলা চালাবে না ইরান। তবে অন্য কিছু গণমাধ্যম সূত্রের বরাত দিয়ে বলছে, মার্কিন নির্বাচনের আগেই ইসরায়েলে হামলা চালাতে পারে ইরান।

গত সপ্তাহে প্রতিশোধ নিতে ইরানজুড়ে ব্যাপক হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ইসরায়েল দাবি করে, ইরানে তাদের অভিযান সফল হয়েছে এবং তাদের যুদ্ধবিমানগুলো নিরাপদে দেশে ফিরেছে।

এই হামলায় অন্তত চার সেনা নিহত হয়েছে বলে স্বীকার করে ইরান। যদিও প্রথম দিকে ইরান দাবি করে, ইসরায়েলের হামলায় তাদের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে পরবর্তী সময়ে খামেনি জানায়, ইসরায়েলি হামলায় ক্ষয়ক্ষতি অতিরঞ্জিত বা কম করে দেখানোর কিছু নেই। 

হামলায় ক্ষয়ক্ষতি নিয়ে খামেনির গত সোমবার (২৮ অক্টোবর) বৈঠকের পরেই ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন ইরানের তিনজন কর্মকর্তা। 

আলোচনায় খামেনি জোর দিয়ে বলেছেন, ইসরায়েলি হামলার কোনো জবাব না দেওয়া মানে পরাজয় স্বীকার করে নেওয়া। ইরানি কর্মকর্তারা নিউইয়র্ক টাইমসকে বলেছেন, ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পরেই ইসরায়েলে হামলা চালানো হতে পারে।  

তবে সূত্রের বরাত দিয়ে কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, মার্কিন নির্বাচনের আগেই ইসরায়েলে হামলা হতে পারে।

সূত্রের বরাতে বুধবার অ্যাক্সিওস এবং সিএনএন জানিয়েছে, ইরান প্রতিশোধ নিতে যুদ্ধের যে পরিকল্পনা করেছে তাতে ইসরায়েলে হামলা মার্কিন নির্বাচনের আগেই হতে পারে। 

তবে গত সপ্তাহে ইসরায়েলি হামলার পর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পক্ষ থেকে ইরানকে পাল্টা হামলা না চালানোর আহ্বান জানানো হয়। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি