ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

ইসলাম নিয়ে অনন্ত জলিলের নতুন চলচ্চিত্র   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৯, ২ মে ২০১৮ | আপডেট: ২০:৫৭, ২ মে ২০১৮

দীর্ঘ দিন সিনেমা থেকে দূরে থাকলেও আবারও চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন চিত্রনায়ক অনন্ত জলিল। শান্তির ধর্ম ইসলামকে নিয়েই এবার তিনি চলচ্চিত্র নির্মাণ করবেন। বর্তমান বিশ্বে ইসলামকে সন্ত্রাসী হিসেবে যেভাবে দেখা হয় সেটি মোটেই ঠিক নয় মনে করে তিনি ‘সন্ত্রাস নয় শান্তির ধর্ম ইসলাম’ এই বিষয়কে উপজিব্য করে নির্মাণ করতে যাচ্ছেন এই চলচ্চিত্র। 

জানা গেছে, চলচ্চিত্রটির নাম হবে ‘দ্বীন-দ্য ডে’। সিরিয়া মরক্কোসহ বিভিন্ন দেশে এর চিত্রায়ণ করা হবে। এতে অভিনয় করবেন অনন্ত জলিল ও চিত্রনায়িকা বর্ষা। এছাড়া আরও থাকবে দেশি বিদেশি অভিনয় শিল্পীরা। সিনেমাটির চিত্রনাট্য তৈরি করছেন খ্যাতিমান চিত্রনাট্যকার ও পরিচালক ছটকু আহমেদ।

এই চলচ্চিত্র সম্পর্কে ছটকু আহমেদ বলেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলামের সঙ্গে সন্ত্রাসের কোনো সম্পর্ক নেই। কিন্তু বর্তমান বিশ্বে ইসলামকে ভিন্নভাবে দেখা হচ্ছে। অনেকে ইসলামকে সন্ত্রাস নির্ভর মনে করে খারাপভাবে উপস্থাপন করছে। অথচ ইসলামের মূল বাণীই হচ্ছে শান্তি। তাই গুরুত্বপূর্ণ এই ইস্যুটিকে কেন্দ্র করে সিনেমায় ইসলামকে ইতিবাচকভাবে তুলে ধরা হবে। মানুষের মাঝে ইসলামের সঠিক ম্যাসেজটি তুলে ধরার চেষ্টা করা হবে।

তিনি আরও বলেন, সিনেমাটি বিশ্বের বিভিন্ন দেশে চিত্রায়ণ করা হবে। এতে দেশি বিদেশি শিল্পীরাও যুক্ত হবে। তবে ছবিটি ইসলামকে নিয়ে হলেও এতে নাচ গান সবকিছুই থাকবে। সমসমায়িক বর্তমান বিশ্বের ঘটে যাওয়া ঘটনা প্রবাহ থেকেই এই চলচ্চিত্র।

এসি

 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি