ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

ইস্টার্ন ইউনিভার্সিটিতে চতুর্থ শিল্পবিপ্লব বিষয়ে জাতীয় সম্মেলন 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৭, ১৮ ফেব্রুয়ারি ২০২৪

চাকরির বাজারে চাহিদা নেই- এমন বিষয় নিয়ে হাজার হাজার শিক্ষার্থী পাস করে লাভ নেই। বরং তেমন বিষয় নিয়ে পাস করতে হবে, যে বিষয়ে হাজার হাজার চাকরি  আছে। তাই বিশ্ববিদ্যালয়ে পঠিত বিষয়গুলোর সিলেবাস পরিবর্তন এখন সময়ের দাবি। কম্পিউটার সায়েন্স হোক কিংবা সিভিল ইঞ্জিনিয়ারিং- সব বিষয়ের সাথে অর্থনীতির যোগ অত্যন্ত নিবিড়। তাই এখন কাজ করতে হবে ইকোনমিক ডিপ্লোম্যাসি নিয়ে। ইস্টার্ন ইউনিভার্সিটিতে এক জাতীয় সম্মেলনের উদ্বোধন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান।

‘চতুর্থ শিল্প বিপ্লব: ব্যবসা ব্যবস্থাপনা ও সামাজিক বিজ্ঞানের ওপর প্রভাব’ শীর্ষক দিনব্যাপী এ সম্মেলন শনিবার অনুষ্ঠিত হয়। মূল প্রবন্ধ উপস্থাপন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষক অধ্যাপক ড. জ্যোতির্ময় সাতপাঠি। বিশেষ অতিথি ছিলেন গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. একেএম সাইফুল মজিদ। বক্তব্য রাখেন ডিন অধ্যাপক ড. আব্বাস আলী খান। সভাপতিত্ব করেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন। 

সম্মেলনে তিনটি অধিবেশনে মোট ২৪টি নিবন্ধ উপস্থাপন করেন বিভিন্ন বিশ^বিদ্যালয় ও প্রতিষ্ঠান থেকে আসা নামকরা শিক্ষাবিদেরা। অধিবেশনগুলোতে সভাপতিত্ব করেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস, এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব, ঢাকা বিশ^বিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমের অধ্যাপক ড. মো: হামিদুল্লাহ ভূঁইয়া ও ভারতীয় গবেষক অধ্যাপক ড. জ্যোতির্ময় সাতপাঠি। 

নিবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. এবিএম শহীদুল ইসলাম, অধ্যাপক আলী আক্কাস, ইস্টার্ন ইউনিভার্সিটির অর্থনীতির অধ্যাপক ড. আশরাফ হোসেইন, অধ্যাপক ড. অলি আহাদ ঠাকুর, অধ্যাপক ড. সামিনা লুৎফা, অধ্যাপক মো. ফয়সাল হাসান। ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. আবুল বাশার খানের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে সম্মেলন শেষ হয়।

 কেআই//


 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি