ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

ইয়েমেনে একমাসে নিহত ৪৫৯

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৬, ১৭ জানুয়ারি ২০১৮

যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে কেবল এক মাসের ব্যবধানে অন্তত ৪৫৯ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েক হাজার মানুষ। আর উদ্বাস্তু জীবন বরণ করেছেন ৫০ হাজারেরও বেশি মানুষ।

জানা যায়, ২০১৭ সালের ডিসেম্বরে অন্তত ৪৫০ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এর মধ্যে ২৭৯ জন নিহত হয়েছেন সৌদি জোটের বিমান হামলায়। এছাড়া ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের হামলায় নিহত হয়েছেন ১২১ জন। বুধবার সুইজারল্যান্ডের জেনেভাভিত্তিক মানবাধিকার সংস্থা এসএএম অর্গানাইজেশন ফর রাইটস অ্যান্ড লিবার্টিজ-এর এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হত্যাকাণ্ড ছাড়াও শারীরিক নিপীড়ন, সংবাদমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ, নির্যাতন ও নির্বিচারে আটকের মতো ঘটনা ঘটেছে। হুথি মিলিশিয়া, সৌদি জোটের বিমানবাহিনী, জঙ্গিগোষ্ঠী এবং বৈধ সরকারের প্রতি অনুগত দলগুলোর হাতে এসব হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। আর এসব হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে নিরপরাধ মানুষজন।

এদিকে ইয়েমেনে এ বছরই ভয়াবহ দুর্ভিক্ষ নেমে আসতে পারে বলে সতর্ক করেছে ত্রাণ সংস্থাগুলো। দুর্ভিক্ষ নিয়ে কাজ করা মার্কিন সংস্থা ফেমিন আর্লি ওয়ার্নিং সিস্টেম নেটওয়ার্ক বলছে, ইয়েমেনে লোহিত সাগরের দুই বন্দরে সৌদি জোটের অবরোধ চলতে থাকলে দেশটিতে দুর্ভিক্ষ নেমে আসতে পারে। এর আগে ইয়েমেনে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দুর্ভিক্ষ অপেক্ষা করছে বলে জাতিসংঘ আশঙ্কা প্রকাশ করেছিল।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনে ২ কোটি ৮০ লাখ মানুষের বাস। যুক্তরাষ্ট্রের অবরোধের ফলে দেশটির ৮৫ শতাংশ আমদানি ব্যহত হচ্ছে বলেও জানায় সংস্থাটি। এতে দেশটিতে খাবার ও ওষুধের সংকট দেখা দিয়েছে। ইয়েমেনে অন্তত ৩৩ লাখ মানুষ অপুষ্টিতে ভুগছে, জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠীগুলোর বিভিন্ন গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।

সুত্র: আল-জাজিরা
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি