ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

ঈদযাত্রায় প্রতিবারের দুর্ভোগ যানজট, এবার পরিস্থিতি ভিন্ন

প্রতিনিধিদের খবর

প্রকাশিত : ১১:২৪, ১৩ এপ্রিল ২০২৩

ঈদযাত্রায় প্রতিবারের দুর্ভোগ যানজট। মহাসড়কগুলোতে দীর্ঘ সময় পথেই কাটে মানুষের। তবে এবার পরিস্থিতি ভিন্ন। কয়েকটি স্থানে সংস্কার ও নির্মাণ কাজ চললেও ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নেয়া হয়েছে প্রস্তুতি। 

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উন্নয়ন কাজ এখন দৃশ্যমান। তবে উত্তরা থেকে চান্দিনা চৌরাস্তা পর্যন্ত চলছে বাস র‌্যাপিড ট্রানজিট প্রকল্পের কাজ। ঈদের আগেই চালু হচ্ছে আজমপুর থেকে কলেজগেট পর্যন্ত সাড়ে চার কিলোমিটার উড়াল সেতু। এতে ঈদযাত্রায় সুফল পাবে ঘরমুখী মানুষ।

যাত্রীরা জানান, প্রশাসন যদি রাস্তায় ডিউটি করে তাহলে কোনো জ্যাম হবে না। রাস্তা চওড়া করা হয়েছে, আগে জ্যাম লেগেই থাকতো এখন সেটা আর নাই।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা অংশ এখন যানজটমুক্ত। ঈদ সামনে রেখে ১২টি পয়েন্ট চিহ্নিত করে মহাসড়কে কাজ চলছে।

জিএমপি ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আলমগীর হোসেন বলেন, “বিআইটি ও সড়ক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছি তারা ওই অবকাঠামোগুলো তৈরি করে দিবেন বলে জানিয়েছে।”

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের ২০ কিলোমিটার ৪ লেনের নির্মাণ কাজ এগিয়ে চলছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সাময়িকভাবে উপযোগী করা হচ্ছে সড়ক।

ঢাকা-সিলেট মহাসড়ক ও কুমিল্লা-সিলেট আঞ্চলিক সড়কে চারলেন প্রকল্পের নির্মাণ কাজও এগিয়ে চলছে। নির্মাণ কাজের জন্য ব্রাহ্মণবাড়িয়া অংশে অন্তত ৪০ কিলোমিটার সড়কে ঈদযাত্রায় ভোগান্তি হতে পারে বলে আশঙ্কা যাত্রী ও যানবাহন চালকদের।

তবে ঈদের আগেই যান চলাচলের উপযোগী করা হবে বলে জানায় সড়ক ও জনপথ বিভাগ। যানজট নিরসনেও থাকছে ব্যবস্থা।

ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ বিভাগের  নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদ বলেন, “কুমিল্লা থেকে সিলেট সড়ক পর্যন্ত এই অংশে যে খানাখন্দ আছে সেটা বিভাগীয় পর্যায়ে মেরামত করে যান চলাচল উপযোগী করা হবে।”

খাঁটিহাতা হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস বলেন, “ঈদ যাত্রায় কোনো ওভারটেকিং করতে দেওয়া হবেনা, যাতে কোনো ধরনের যানজটের সৃষ্টি না হয়।”

এদিকে, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সচল থাকবে তিনটি ঘাট। চলবে ২০টি ফেরি ও ৩৩টি লঞ্চ। ঈদের আগে ও পরে সাতদিন পচনশীল ছাড়া অন্য পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ থাকবে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি