ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঈদের আগের দুদিনে ঢাকা ছেড়েছে ৬৬ লাখ সিম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৯, ১১ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

কোরবানি ঈদের আগের দুই দিনে প্রায় ৬৬ লাখ মোবাইল সিমের গ্রহক ঢাকা ছেড়ে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। 

রোববার রাতে এক ফেইসবুক পোস্টে তিনি জানান, শুক্রবার ও শনিবার দুদিনে ঢাকার বাইরে গেছেন চারটি মোবাইল কোম্পানির ৬৫ লাখ ৭৮ হাজার ৮৬৬টি সিমের গ্রাহক।

এর মধ্যে গ্রামীণফোনের ৩৪ লাখ ৪৮ হাজার ১২ জন, রবির ১৫ লাখ ৪৫ হাজার ১০৯ জন, বাংলালিংকের ১৪ লাখ ১৭ হাজার ১১৪ জন এবং টেলিটকের ১ লাখ ৬৮ হাজার ৬৩১ জন ব্যবহারকারী রয়েছেন।

এর আগে শনিবার আরেক ফেইসবুক পোস্টে তিনি শুধুমাত্র শুক্রবারই ৩৫ লাখ ৩০ হাজার ৭৩২টি সিমের গ্রাহক ঢাকার বাইরে যাওয়ার তথ্য দিয়েছিলেন। আর শনিবার ঢাকা ছাড়েন ৩০ লাখ ৪৮ হাজার ১৩৪টি মোবাইল সিমের মালিক।

মন্ত্রীর দেয়া এ পরিসংখ্যানে বিপুল পরিমাণ মানুষের ঢাকা ছেড়ে যাওয়ার প্রমাণ মিললেও এটি ঈদের জন্য বাড়িফেরা মানুষের ‘প্রকৃত সংখ্যা’ নয়।

মোবাইল ফোনবিহীন শিশুরা এই হিসাবের বাইরে থাকছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাবে, শূন্য থেকে ১৪ বছর পর্যন্ত বয়সীরাই মোট নাগরিকের ৩০ দশমিক ৮ শতাংশ।

তাছাড়া একাধিক সিম ব্যবহারকারী থাকায় প্রকৃত হিসাব পাওয়া কঠিন। আর মন্ত্রী মোস্তাফা জব্বার নিজেই তার ফেইসবুক পোস্টে লিখেছেন, এটা কেবল দুদিনের হিসাব।

অর্থাৎ, আগের কয়েক দিনে যারা ঢাকা ছেড়েছেন ঈদ উপলক্ষে, তাদের হিসাবও এখানে আসেনি।

ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের হিসাবে, ঢাকার জনসংখ্যা এখন সোয়া দুই কোটির মত। এর মধ্যে এক কোটির বেশি মানুষ ঈদে অন্য কোনো জেলায় যান বলে ধারণা করা হয়।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি