ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

ঈদের আগে-পরে বেড়েছে বেড়ানোর ধুম

প্রকাশিত : ১৬:৫৮, ১২ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৬:৫৮, ১২ সেপ্টেম্বর ২০১৬

মানুষে-মানুষে বাড়ছে যোগাযোগ, সেই সঙ্গে বেড়েছে বেড়ানোর ধুম। ঈদের আগে-পরে এবারও দেশের অভ্যন্তরে সৌন্দর্যের স্বাদ নেবেন ৬ থেকে ৮ লাখ ভ্রমণপিয়াসী। দেশের গন্ডি ছাড়িয়ে বাইরে যাবেন আরও প্রায় ৭০ হাজার পর্যটক। নিরবধি নীল আর শ্যামলিমার নান্দনিকতা যে কতো আনন্দময় হতে পারে তা ঘর থেকে বের না হলে বোঝা দায়। মেঘের কোলে মাথা রেখে পাহাড়ের ঘুম কিংবা সমূদ্রের ঢেউয়ে আছড়ে পড়া রূপালি সৌন্দর্যের সঙ্গে বন-বনানীর রূপের মহিমাও উপলব্ধীর বিষয় বটে। আর এমন সব নয়ন ভোলানো সৌন্দর্যের সঙ্গী হতেই ঈদের লম্বা ছুটিতে ঘরের বাইরে পা ফেলবেন কয়েক লাখ মানুষ। যা বিগত বছরগুলোর তুলনায় অনেকাংশেই বেশি। মানুষের সক্ষমতা বৃদ্ধির কারণে পার্শ্ববর্তী দেশগুলোতেও যাচ্ছেন পর্যটকদের বড় একটি অংশ। উদ্যোক্তাদের পরামর্শ, ইনবাউন্ড ট্যুরিজমের কৌশলগুলো আরও শক্তিশালী হওয়া দরকার। অবকাঠামো উন্নত হলে আসন্ন শীতে পর্যটকের সংখ্যা আর বাড়বে বলে ধারণা সংশ্লিষ্টদের।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি