ঢাকা, বুধবার   ১৯ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ঈদের আগে প্রাণবন্ত ত্বক পেতে যা করবেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪০, ১৯ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

দরজায় কড়া নাড়ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর। আর কয়দিন বাদেই উৎসবে মাতবে ধর্মপ্রাণ মুসলমানরা। আর  উৎসবের এ দিনটিতে সবাই যেমন নতুন পোশাক, গহনা বা মেকআপের জন্য আলাদা গুরুত্ব দেন, তেমনি ত্বকের জন্যও চাই বাড়তি মনোযোগ। রমজানের ব্যস্ততা, কেনাকাটা ও অফিসের চাপের মাঝে অনেকেই ত্বকের ঠিকমতো যত্ন নিতে পারেন না। রোজায় খাদ্যাভ্যাস ও ঘুমের পরিবর্তনের ফলে শরীরের পাশাপাশি ত্বকেও প্রভাব পড়ে। তাই ঈদের দিন উজ্জ্বল ও প্রাণবন্ত ত্বক পেতে আগেভাগেই যত্ন নেওয়া জরুরি।

রোজার সময় পর্যাপ্ত পানি পান না করায় ত্বক আর্দ্রতা হারায়, অনেকের মুখে ব্রণ দেখা দেয় এবং ত্বক শুষ্ক হয়ে পড়ে। ভাজাপোড়া খাবার খাওয়ার কারণে অনেকের ত্বক নির্জীব দেখায়। এসব সমস্যা দূর করতে ঘরোয়া উপায়ে কিছু ফেসপ্যাক ব্যবহার করা যেতে পারে, যা ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করবে।

কমলা ফেসপ্যাক:ত্বকের উজ্জ্বলতা বাড়াতে কমলা দারুণ উপকারী। দুই-তিন টেবিল চামচ কমলালেবুর রস, এক চামচ চন্দন গুঁড়া বা মুলতানি মাটি, এক চা-চামচ মধু ও এক চা-চামচ দুধ মিশিয়ে ফেসপ্যাক তৈরি করুন। মুখে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

শসার ফেসপ্যাক:শসা ত্বককে ঠান্ডা রাখে ও রোদে পোড়া দাগ দূর করতে সাহায্য করে। একটি শসা ব্লেন্ড করে দুই টেবিল চামচ টক দই মিশিয়ে নিন। এটি ২৫-৩০ মিনিট মুখে লাগিয়ে রাখুন, তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

পেঁপের ফেসপ্যাক:পেঁপেতে থাকা এনজাইম ও ভিটামিন ‘সি’ ত্বক উজ্জ্বল করে। পাকা পেঁপে চটকে এক চা-চামচ মধু মিশিয়ে মুখে লাগান। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।

অলিভ অয়েল ম্যাসাজ:অলিভ অয়েল ত্বকের কোলাজেন বাড়িয়ে বয়সের ছাপ কমায়। প্রতিদিন রাতে মুখে কয়েক ফোঁটা অলিভ অয়েল ম্যাসাজ করলে ত্বক নরম ও উজ্জ্বল হবে।

হলুদের ফেসপ্যাক:এক চিমটি হলুদ গুঁড়া, এক চামচ দুধ ও এক চামচ মধু মিশিয়ে ঘন প্যাক তৈরি করুন। এটি মুখে লাগিয়ে ১০ মিনিট পর ধুয়ে ফেলুন।

মধুর ফেসপ্যাক:এক চামচ মধুর সঙ্গে এক চামচ ডিমের সাদা অংশ মিশিয়ে মুখে লাগান। ১৫-২০ মিনিট পর ধুয়ে ফেললে ত্বক হাইড্রেটেড থাকবে।

বেসনের ফেসপ্যাক:এক টেবিল চামচ বেসনের সঙ্গে চার টেবিল চামচ কাঁচা দুধ ও পরিমাণমতো বাদাম তেল মিশিয়ে মুখে লাগান। ২০ মিনিট পর ধুয়ে ফেললে ত্বক উজ্জ্বল হবে।

দুধের ফেসপ্যাক:এক চা-চামচ বেসন, এক চা-চামচ মুলতানি মাটি ও দুই টেবিল চামচ কাঁচা দুধ মিশিয়ে ২০ মিনিট মুখে রাখুন। এরপর হালকা পানি দিয়ে ম্যাসাজ করে ধুয়ে ফেলুন।

ফেসপ্যাক ব্যবহারের পর ২৪ ঘণ্টা কোনো কেমিক্যালযুক্ত প্রসাধনী এড়িয়ে চলুন। ঈদের আগে পর্যাপ্ত পানি পান করুন এবং স্বাস্থ্যকর খাবার খান। নিয়মিত ঘুম ও সঠিক যত্নে ঈদের দিন আপনার ত্বক থাকবে উজ্জ্বল ও সতেজ।


এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি