ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

ঈদের আগে মাছ-মাংসের বাজার গরম (ভিডিও)

মাহমুদ হাসান

প্রকাশিত : ১৪:৩৫, ২২ এপ্রিল ২০২২

বাজারে ভোজ্যতেল নিয়ে চলছে তেলেসমাতি কারবার। রাজধানীর অন্যতম বড় বাজার কারওয়ানবাজারে তেল নিয়ে কাড়াকাড়ি। মুরগি, মাছ-মাংসের বাজারও গরম। আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে সুগন্ধি চাল। বেড়েছে বেগুন, শশা, গাজরের দামও। 

ছুটির দিনে কারওয়ান বাজারে ভোজ্য তেলের সংকট। তেল চেয়েও পাচ্ছেন না ক্রেতারা। দোকানিরা বলছেন,  ডিলারদের কাছ না পাওয়ার কারণেই এই সংকট।

একজন বিক্রেতা বলেন, "কোম্পানির কাছে আমরা তেল পাইতেছিনা।" 

মাংসের বাজারও গরম। বয়লারসহ সবধরনের মুরগির মাংসের দাম সপ্তাহের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে দশ থেকে পনেরো টাকা। গরুর মাংস বিক্রি হচ্ছে ৬৫০টাকা কেজি দরে।

একজন মুরগি বিক্রেতা বলেন, "ব্রয়লার গত সপ্তাহে ছিল ১৬০ টাকা কেজি, আর এই সপ্তাহে বিক্রি হচ্ছে ১৭০ টাকা কেজি। লেয়ার ছিলো ২৩০ টাকা কেজি, এখন বিক্রি হচ্ছে ২৬০ টাকা কেজি।"

মাছের দরও দফায় দফায় বাড়ছে । প্রায় সব ধরনের মাছ কেজিতে ত্রিশ থেকে চল্লিশ টাকা বেড়েছে।

একজন মাছ বিক্রেতা বলেন, "এলাকায় মাছ নাই তাই দাম বাড়তি।" 

সুগন্ধি চালও আগের বাড়তি দামই রাখছেন দোকানিরা। 

একজন বিক্রেতা বলেন, ১৫ দিন আগে যেটা বাড়ছে ওটাই আছে, নতুন করে বাড়েনি।" 

রমজানের শুরুতে সব্জির বাজার চড়লেও মাঝে দাম কিছুটা কমে এসেছিলো। তবে ছুটির দিনের কাচা বাজারে প্রায় প্রতিটি সব্জিই কিছুটা বাড়তি দামে বিক্রি হচ্ছে।

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি