ঈদের ছুটিতে দেশের বিভিন্ন বিনোদন কেন্দ্রে পর্যটকদের ঢল
প্রকাশিত : ১৮:৪৪, ২৭ জুন ২০১৭ | আপডেট: ১৮:৪৮, ২৭ জুন ২০১৭
ঈদের ছুটিতে দেশের বিভিন্ন বিনোদন কেন্দ্রে পর্যটকদের ঢল নেমেছে। মৌলভীবাজারের লাউয়াছড়া, মাধবকুন্ড জলপ্রপাত, ভৈরবের মেঘনা নদীর তীরে আনন্দে মেতেছেন পর্যটকরা।
ঈদ উৎসবে পর্যটকরা ভীড় করেছেন মৌলভীবাজারের বিভিন্ন দর্শনীয় স্থানগুলোতে। প্রকৃতির কাছাকাছি যেতে ভ্রমন পিপাসুরা ছুটছেন এক স্পট থেকে আরেক স্পটে।
মাইলের পর মাইল সবুজ গালিচায় বিছানো চা বাগান, লাউয়াছড়া উদ্যান, মাধবকুন্ড জলপ্রপাত ঘুরছেন মানুষ। চা যাদুঘর, বণ্যপ্রাণী সেবাশ্রম আর ৭ রঙ্গা চায়ের দোকানেও ভিড় করছেন পর্যটকরা।
এবারের ঈদের এ জেলায় বেড়েছে পর্যটকের সংখ্যা। একই সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষ।
এদিকে পর্যটকদের নিরাপত্তা জোরদার করতে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যাবস্থা।
এদিকে ভৈরবের মেঘনা নদীর তীরে ত্রি সেতুর পাদদেশ ভিড় জমিয়েছেন বহু মানুষ। স্পিডবোট ও নৌকায় করে মেঘনার সৌন্দর্য উপভোগ করছেন তারা।
আরও পড়ুন