ঈদের ৩ সপ্তাহ বাকী থাকলেও বাড়তে শুরু করেছে পন্যের দাম
প্রকাশিত : ১৫:০৯, ১৯ আগস্ট ২০১৬ | আপডেট: ১৫:১৫, ১৯ আগস্ট ২০১৬
কোরবানীর ঈদের এখনো বাকী তিন সপ্তাহ। এরই মধ্যে বাড়তে শুরু করেছে পেঁয়াজ-রসুন, আদা ও ভোজ্যতেলের দাম। তবে আগের দামেই বিক্রি হচ্ছে সব রকম গরম মসলা। আর সবজির বাজার স্থিতিশীল থাকলেও বেড়েছে শসার দাম। এদিকে গত সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে কাঁচা মরিচের ঝাঁঝ।
কোরবানীর ঈদের প্রায় তিন সপ্তাহ বাকি থাকলেও ইতোমধ্যেই বেড়ে গেছে পেয়াজ-রসুনের দাম। পাইকারী বাজারে দেশী পেয়াজ প্রতিকেজি ৩০-৩৫ টাকায় বিক্রি হলেও খুচরা বাজারে ৪৫ টাকা। ১৬০ টাকার রসুন খুচরা বাজারে বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। আর পাইকারী বাজারের ১২০ টাকার আদা খুচরায় বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। এছাড়া বেড়েছে হলুদ মরিচের দামও।
প্রায় অপরিবর্তিত রয়েছে অন্যান্য গরম মসলার দাম। প্রতি ১০০ গ্রাম এলাচ বিক্রি হচ্ছে ১৩০ টাকা, জিরা ৩৫, দারুচিনি ৩০, গোলমরিচ ১০০ ও লবঙ্গ ১২০ টাকায়।
এছাড়া বেড়েছে সব রকম ভোজ্য তেলের দাম। ৫ লিটার তেল প্রকার ভেদে বিক্রি হচ্ছে ৪৫৫ থেকে ৪৬৫ টাকায়। এছাড়া লিটার প্রতি ৭ থেকে ১০ টাকা বেড়েছে খোলা সয়াবিন ও পামওয়েলের দাম।
এদিকে কাঁচা বাজারে প্রায় সব পন্যের দাম গেল সপ্তাহের মত থাকলেও বেড়েছে শসার দাম। আর কিছুটা কমেছে কাঁচা মরিচের দাম।
মাছের দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এদিকে গত সপ্তাহের তুলনায় প্রতিকেজি চালের দাম বেড়েছে ১ থেকে ২টাকা।
আরও পড়ুন