ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ঈদে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে : আইজিপি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৬, ৩০ আগস্ট ২০১৭ | আপডেট: ১৯:২৯, ৪ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

ঈদকে কেন্দ্র করে কোনো ধরনের হুমকি নেই বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের ইনস্পেক্টর জেনারেল (আইজিপি) একেএম শহীদুল হক। তিনি বলেন, সব হুমকি মাথায় রেখেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

আজ বুধবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

আইজিপি বলেন, যাত্রী পরিবহনের নিরাপত্তা ঠিক মতো দিচ্ছি। কোথাও কোনো চুরি, ডাকাতি, ছিনতাই, মলমপার্টি, অজ্ঞান পার্টি এমন কোনো খবর পাওয়া যায়নি। পাশাপাশি যানজটে যাত্রীদের যাতে ভোগান্তি না হয়, সে ব্যবস্থা আমরা করেছি।

তিনি বলেন, রাস্তায় বড় কোনো সমস্যা নেই। আমরা সকলে মিলে কাজ করছি, আশা করি আগামী দুই দিনও সমস্যা হবে না।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম, হাইওয়ে পুলিশের ডিআইজি মো. আতিকুল ইসলাম, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদসহ পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি