ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

ঈদে পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তায় বড় অপরাধ হয়নি: ডিএমপি কমিশনার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৭, ২৬ আগস্ট ২০১৮

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো.আছাদুজ্জামান মিয়া বলেছেন, এবারের ঈদে পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থার ফলে রাজধানী ঢাকায়  বড় ধরণের কোন অপরাধ ঘটেনি।

আজ রোববার ডিএমপি সদর দপ্তরে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আছাদুজ্জামান মিয়া এ কথা বলেন। তিনি বলেন, ‘আমরা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে এবারের  ঈদুল আযহা উদ্‌যাপনের ব্যবস্থা করেছি।’

ডিএমপি কমিশনার বলেন, ‘আমরা নিজেরা ঈদের ছুটিতে না গিয়ে সাধারণ মানুষের নিরাপত্তা দিয়েছি। পুলিশ ঈদে নগরীর আইনশৃঙ্খলা রক্ষা করেছে।’

 শুধু ঢাকা সিটিতে না, সারাদেশে উল্লেখযোগ্য কোনো বড় অপরাধ সংঘটিত হয়নি। ঢাকার নিরাপত্তাব্যবস্থা অত্যন্ত ভালো ও কঠোর ছিল। ঈদের আগে নগরবাসী নিরাপদে গভীর রাত পর্যন্ত শপিং করে বাড়ি ফিরেছে। আমরা বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা নিয়েছিলাম। ফলে নগরবাসী নিরাপদে উৎসবমুখর পরিবেশে নিজ নিজ গন্তব্যে ঢাকা ছেড়েছেন।’

ডিএমপি  পুলিশ কমিশনার আরও বলেন, ‘ঈদের ছুটিটা ছিল আমাদের কাছে একটা চ্যালেঞ্জ। ঈদে বেশির ভাগ বাসা-বাড়ি, অফিস ও ব্যবসায় প্রতিষ্ঠান ফাঁকা থাকে। এ সময় যাতে চুরি-ডাকাতি না হয়, সে জন্য থানা-পুলিশের টহল বাড়ানো হয়।’

 

কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি