ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

ঈদ উপলক্ষে পর্যটকদের পদচারণায় মুখর দেশের বিভিন্ন দর্শনীয় পর্যটন স্পটগুলো

প্রকাশিত : ১৫:০১, ৯ জুলাই ২০১৬ | আপডেট: ১৫:০১, ৯ জুলাই ২০১৬

ঈদ উপলক্ষে পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে মৌলভীবাজার, মেহেরপুর ও গাজীপুরের দর্শনীয় পর্যটন স্পটগুলো। নাগরিক ব্যস্ততায় ক্লান্ত মানুষ ঈদের ছুটিতে পরিবার নিয়ে আনন্দ উপভোগ করছেন। পর্যটকদের বিশেষ নিরাপত্তা দিচ্ছে প্রশাসন ও পর্যটন কর্তৃপক্ষ। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি মৌলভীবাজারে রয়েছে সবুজ গালিচা বিছানো চা বাগান। আছে লাউয়াছড়া বন, মাধবকুণ্ড ও হামহাম জলপ্রপাতসহ অসংখ্য পর্যটন স্পট। বছরের সবসময়ই এখানে পর্যটকের আনাগোনা থাকলেও ঈদের ছুটিতে তা বেড়েছে কয়েকগুন। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পর্যটকরা ছুটছেন দর্শনীয় স্পটগুলোতে। পর্যটকদের স্বাচ্ছন্দ্য দিতে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। এদিকে মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগর কমপ্লেক্সেও ঢল নেমেছে পর্যটকদের। আ¤্রকাননের অপার সৌন্দর্য উপভোগ করতে ও মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে দুরদুরান্ত থেকে আসছেন অনেক দর্শনার্থী। মনের আনন্দে কমপ্লেক্স, মুক্তিযুদ্ধের সেক্টর ভিত্তিক বাংলাদেশের মানচিত্র, স্মৃতিসৌধসহ বিভিন্ন স্থাপনা ঘুরে দেখছেন তারা। গাজীপুরের বঙ্গবন্ধু সাফারী পার্ক, সোহাগ পল্লী ও নন্দন পার্কসহ বিনোদন পার্কগুলোতে এখন দর্শনার্থীদের উপচে পড়া ভীড়। ছুটির অবসর আর আনন্দ উদযাপন করতে সব বয়সের নারী-পুরুষ একযোগে উপভোগ করছেন বিভিন্ন রাইডস। পার্কগুলোতেও নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। এমন বাধ ভাঙ্গা উচ্ছাস আর আনন্দের মাঝে অটুট থাকবে সম্প্রীতির বন্ধন, এমনটাই প্রত্যাশা সবার।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি