ঈদ উপলক্ষে শাড়ির ডিজাইনে বৈচিত্র আর নতুনত্ব (ভিডিও)
প্রকাশিত : ১১:৩০, ৪ জুন ২০১৮ | আপডেট: ১২:৩৫, ৪ জুন ২০১৮
ঈদ উপলক্ষে টাঙ্গাইলের শাড়ির ডিজাইনে এসেছে বৈচিত্র আর নতুনত্ব। তাইতো বেচা-কেনায় ব্যস্ত খুচরা ও পাইকারী ব্যবসায়ীরা। বিক্রি হচ্ছে জামদানী, কাতান, বেনারসীসহ নানা মনকাড়া টাঙ্গাইল শাড়ি। ঈদকে সামনে রেখে টাঙ্গাইল থেকে দেশের বাজারে ৩০ লাখেরও বেশি পিস শাড়ি সরবরাহ হচ্ছে।
নতুন ডিজাইনের জন্যই নারীরা পছন্দ করেন টাঙ্গাইলের শাড়ি। প্রতিদিনই দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকারী ও খুচরা ক্রেতারা বাহারী ডিজাইনের শাড়ি কিনতে আসছেন শাড়ির রাজধানীখ্যাত পাথরাইলে।
কারিগরদের নিপুন শৈলী ফুটে উঠেছে শাড়িগুলোতে। মসলিন জামদানী, টিসু জামদানী, গ্যাস কর্টন, তসর সিল্ক, দোতারী সিল্ক, বুটিক কাজ, সুতি জামদানী, কাঁতান, বালুচুরি, হাজার বুটিকসহ সব টাঙ্গাইল শাড়িতে আধুনিক নকশা আনা হয়েছে। এবার ঈদে বেশ কিছু শাড়ি খুব জনপ্রিয় হয়েছে।
ভালো শাড়ি উৎপাদনের জন্য এখানকার খ্যাতি রয়েছে। প্রায় এক হাজার রকমের টাঙ্গাইল শাড়ি বাজারজাত করা হয়েছে ঈদকে সামনে রেখে।
রুচিশীল নকশা ও গুনগত মানের জন্য দেশের বাইরেও রফতানী হচ্ছে টাঙ্গাইল শাড়ি।
আরও পড়ুন