ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

ঈদ উৎসবে সড়কপথে দুর্ঘটনা দিন দিন বাড়ছে(ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৭, ২৯ আগস্ট ২০১৮

ঈদ উৎসবে সড়কপথে দুর্ঘটনা দিন দিন বাড়ছেই। বছরের অন্য সময়ের তুলনায় ঈদে দুর্ঘটনা দ্বিগুন ঘটলেও এবার তা আরো বেশী হয়েছে। পাশাপাশি প্রাণহানির ঘটনাও বেড়েছে বলে জানান  সড়ক পরিবহণ বিশেষজ্ঞরা। এমন পরিস্থিতিতে সড়ক-মহাসড়কে ছোট যানবাহন বন্ধ, চালকের পাশাপাশি যাত্রী-পথচারিকেও আইনের আওতায় আনার পরামর্শ দিয়েছেন তারা।

পরিবারের সবাইকে সাথে নিয়ে ঈদ যাপন করতে মানুষ সড়ক-মহাসড়কে যাত্রা করেন আনন্দ নিয়েই। কিন্তু দুর্ঘটনা মাটি করে দেয় সেই আনন্দ। অকালে ঝড়ে যায় অনেক প্রাণ, সারাজীবনের জন্য অনেকেই হয়ে যান পঙ্গু। 

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের গবেষনা বলছে, দুই হাজার ১৬ সালে ঈদুল ফিতরের আগে পরের ১৫দিনে ১ হাজার ৩৩০টি দুর্ঘটনায় মারা যান ৯৭ জন। মারত্মকভাবে আহত হন ১ হাজার ৯শ৩১ জন। আর এবছর ঈদুল ফিতরে ২হাজার ৫টি দুর্ঘটনায় মারা যান ১৭৮ জন। মারাত্মক আহত হয়েছেন ২হাজার ৩শ ৪২ জন। দুর্ঘটনার জন্য চালকের পাশাপাশি, যাত্রী ও পথচারীকেও দায়ী করেন বুয়েটের এই শিক্ষক।

গত ঈদের চেয়ে ঈদ-উল আযহার আগে ও পরে এ পর্যন্তসড়ক দূর্ঘটনায় আরও বেশি মানুষ নিহত হয়েছেন বলে দাবি করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। এজন্য সড়ক মহাসড়কে ছোট যানবাহনের অবাধ চলাচলকেও দুষছেন সংগঠনের এই নেতা। ।

সিংক: মোজাম্মেল হক চৌধুরী,মহাসচিব, যাত্রী কল্যাণ সমিতি

সড়ক পরিবহন আইন ২০১৮  নিয়েও প্রশ্ন তুলেন তিনি।

সড়ক নির্মাণের ক্রটিকেও দায়ি করছেন এই বিশেষজ্ঞ।

দুর্ঘটনা কমাতে যানবাহনের চালকের পাশাপাশি যাত্রী ও পথচারীদেরকের আইন মেনে চলার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি