ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৬, ১১ জুলাই ২০২২

ঈদের আনন্দ পরিবারের সাথে ভাগাভাগি করতে গ্রামে ছোটা। পরিবারের সাথে ঈদ উদযাপন। এবার জীবিকার তাগিদে আবারো ঢাকায় ফেরা শুরু। ঈদের পর দিন বিকেল থেকেই ঢাকায় ঢুকতে শুরু করেছেন কর্মমূখী মানুষ।

ঈদের পর দিন সোমবার বিকেল থেকে অনেকেই ঢাকায় ঢুকতে শুরু করেছেন। যাদের অফিস বা কর্মক্ষেত্র মঙ্গলবার খুলছে, তারাই মূলত  ঢাকায় ফিরছেন। 

বিকেলে রাজধানীর গাবতলী, কল্যাণপুর গিয়ে দেখা গেছে, দেশের বিভিন্ন জেলা থেকে দূরপাল্লার বাসগুলো যাত্রী নিয়ে ঢাকায় ঢুকছে। তবে ঈদের পর দিনই ঢাকায় আসা মানুষের সংখ্যা খুব একটা বেশি নয়। বেশিরভাগ বাস অর্ধেক যাত্রী নিয়ে ঢাকায় ঢুকছে। অনেকে আছেন যারা সারা রাত যাত্রা করে সকালে অফিস ধরবেন। 

ঈদুল আজহা উপলক্ষে ৮ থেকে ৯ জুলাই পর্যন্ত প্রয় ৬৫ লাখ ৭৮ হাজার ৮৬৬ জন মানুষ ঢাকা ছেড়েছিল। ঢাকার বাইরে যাওয়া সিমের হিসাব দিয়ে এমনটি জানিয়েছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। রোববার (১০ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ তথ্য জানান তিনি।

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি